Homeখবরকলকাতাপাঁচ দফায় মেরামত হবে শিয়ালদা ফ্লাইওভার, পুজোর পর ধাপে ধাপে সরানো হবে...

পাঁচ দফায় মেরামত হবে শিয়ালদা ফ্লাইওভার, পুজোর পর ধাপে ধাপে সরানো হবে হকারদের

প্রকাশিত

কোলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) শিয়ালদা ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর মেরামত, রেট্রোফিটিং এবং পুনর্বাসনের জন্য একটি পাঁচ দফার নকশা তৈরি করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ফ্লাইওভারকে ধাপে ধাপে মজবুত করা হবে এবং প্রতিটি ধাপে হকার ও ব্যবসায়ীদের অস্থায়ীভাবে সরানো হবে।

এক সরকারি আধিকারিক জানান, “হকারদের ধাপে ধাপে সরানো সম্ভব হলে পুজোর পর কাজ শুরু করা যাবে।”

কাজের মধ্যে থাকবে কার্বন ফাইবার র‍্যাপিং, পিয়ারে স্টিল জ্যাকেটিং এবং ডেক স্ল্যাব মেরামত। ফ্লাইওভারের বিম, কলাম ও স্ল্যাবে কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার শিট লাগানো হবে, যাতে কাঠামোর শক্তি ও লোড বহনের ক্ষমতা বাড়ে। পিয়ারে স্টিল জ্যাকেট পরানো হবে এবং ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে। সেতুর পিলারগুলি লোহার জ্যাকেট দিয়ে ঘিরে কংক্রিটের কাজ করা হবে, যাতে বোঝা বহনের ক্ষমতা বৃদ্ধি পায়।

শিয়ালদা ফ্লাইওভারটি আশির দশকের গোড়ায় তৈরি হয়। একসময় এই ফ্লাইওভারের উপর দিয়ে ট্রাম চলত, যদিও কয়েক বছর আগে তা বন্ধ হয়ে গেছে। কাজের সময় যাতে জলনিষ্কাশন ও পানীয় জলের পাইপলাইনের মতো ভূগর্ভস্থ পরিষেবাগুলি ক্ষতিগ্রস্ত না হয়, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ধাপে ধাপে হকারদের কীভাবে সরানো যায়, তাও বিবেচনা করা হচ্ছে।

তবে ফ্লাইওভারের নিচে থাকা হকারদের অস্থায়ী পুনর্বাসনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক সরকারি আধিকারিক জানান, “একসঙ্গে সব হকারকে সরানো সম্ভব নয়। তাই প্রতি ধাপে ৬০-৭০ জন হকারকে সরানো হবে। কলকাতা পুরসভা এই অস্থায়ী পুনর্বাসনের দায়িত্বে থাকবে।”

বর্তমানে শিয়ালদা ফ্লাইওভারের নিচে প্রায় ৩৫০ থেকে ৪০০ হকার ও ব্যবসায়ী অস্থায়ী দোকান চালান।

হকার্স ইউনিয়নের নেতা শক্তিমান ঘোষ বলেন, “পুজোর সময় ব্যবসা সবচেয়ে বেশি হয়। আমরা বুঝি ফ্লাইওভারের সুরক্ষা অগ্রাধিকার পেতে হবে। তবে পরিকল্পনাটি এখনও টাউন ভেন্ডিং কমিটিতে আলোচনা হয়নি। হাতে বিস্তারিত পরিকল্পনা পেলে সুবিধা হবে। পুজোর পর ধাপে ধাপে কাজ করলে ভালো হয়।”

আরও পড়ুন: পুজোর আগে নীল লাইনে ভিড় সামলাতে জেরবার মেট্রো কর্তৃপক্ষ, উৎসবের দিনগুলোতে কী হবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)। শনিবার ৪৪টি ও রবিবার ৪০টি মেট্রো চলবে, ৩৫ মিনিট অন্তর পরিষেবা।