শিয়ালদহ স্টেশনে যানবাহন নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল ইস্টার্ন রেলওয়ে। শুক্রবার থেকে শুরু হয়েছে স্টেশন চত্বরের সামনে আলাদা লেন (dedicated laning) ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করার কাজ।
কোন লেনে কোন যানবাহন
- প্রথম লেন: অটো ও তিনচাকার যানবাহন।
- দ্বিতীয় লেন: হলুদ ও প্রি-পেইড ট্যাক্সি। এখানে একটি নতুন প্রি-পেইড ট্যাক্সি কাউন্টারও খোলা হচ্ছে।
- তৃতীয় লেন: প্রাইভেট গাড়ি, অ্যাপ-ভিত্তিক ক্যাব এবং ই-বাইক। যানজট অনুযায়ী এখানে স্বল্প সময়ের জন্য দাঁড়ানোর অনুমতি দেওয়া হতে পারে।
- চতুর্থ (বাইরের) লেন: পার্কিং জোন, ভিভিআইপি গাড়ি এবং বাইরের অ্যাপ-ক্যাবগুলির জন্য।
অ্যাম্বুল্যান্সকে নির্দিষ্ট লেন মানতে হবে না, তারা সরাসরি নিকটতম প্রবেশপথ দিয়ে স্টেশনে ঢুকতে পারবে।
নতুন সার্কুলেশন প্ল্যান
শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, “স্টেশন চত্বরের ছাউনি ঘিরে তৈরি হয়েছে সার্কুলেশন প্ল্যান। এখানে থাকবে নো-স্টপিং জোন। পূজোর আগেই এই ব্যবস্থা কার্যকর হবে।”
এছাড়া আলাদা দুটি ড্রপ-অফ পয়েন্ট তৈরি হচ্ছে—একটি শহরতলির যাত্রীদের জন্য এবং অন্যটি মেল/এক্সপ্রেস ট্রেন যাত্রীদের জন্য। এর ফলে যাত্রীদের ভিড় ও ক্রস চলাচলের সমস্যা কমবে।
শুক্রবার পরীক্ষামূলক ভাবে লেন আলাদা করতে ডেলিনেটর ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র