হাওড়া: রাজভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা মহিলা অফিসার শান্তি দাস বসাকের স্বামী দীপাঞ্জন বসাক নিখোঁজ। বৃহস্পতিবার থেকে তাঁর সন্ধান মিলছে না, এবং এই বিষয়ে হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন শান্তি।
শান্তি দাস বসাক কলকাতার পুলিশ মহলে পরিচিত একটি নাম। এক সময়ে তিনি মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে রাজভবনে নিযুক্ত, সেখানে তিনি নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে আছেন।
শান্তি জানান, তাঁর স্বামী দীপাঞ্জন বৃহস্পতিবার সকালে হাওড়ার দিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাতে বাড়ি না ফিরলে, শুক্রবার সকালে শান্তি পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেন।
তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে তার মন খারাপ ছিল এবং কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। প্রশাসনিক মহলে খবর জানানো হয়েছে এবং রাজভবনেও জানানো হবে। যদি তিনি ফিরে আসেন, তবে কাউন্সেলিং করানোর পরিকল্পনা আছে।’’
এছাড়াও, সমাজমাধ্যমে দীপাঞ্জনের ছবি পোস্ট করেছেন শান্তি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তিত। কেউ যদি জানেন, দয়া করে আমাদের জানাবেন।’’
এখনো পর্যন্ত পুলিশ বিভাগের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্ত চলছে, এবং তার খোঁজ পেতে সমাজমাধ্যমের সাহায্যও নেওয়া হচ্ছে।