Home রাজ্য দার্জিলিং দার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

দার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে চালু হল স্কেলেটন মিউজিয়াম। এটি রাজ্যের দ্বিতীয় স্কেলেটন মিউজিয়াম, যা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের পর পর্যটক ও শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মিউজিয়ামটির উদ্বোধন করেছেন।

মিউজিয়ামে বিভিন্ন বিরল ও লুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল প্রদর্শিত হচ্ছে, যা শিক্ষার্থীদের পশুপাখি সম্পর্কে জানতে এবং তাদের জীবনধারা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচি জানান, ‘‘এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। তারা এখানে কঙ্কাল দেখে প্রাণী সংক্রান্ত তথ্য পাবে এবং তাদের জীবনের নানা দিক বোঝার চেষ্টা করতে পারবে।’’

মিউজিয়ামটিতে রেড পান্ডা, স্নো লেপার্ড, এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, বনবিড়াল, স্লো লরিস, ইন্ডিয়ান রক পাইথন, এবং ব্লু শিপের মতো বিভিন্ন প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। ২০১৬ সালে দার্জিলিং চিড়িয়াখানায় বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্বোধন হয়েছিল, যেখানে প্রাণীর কঙ্কাল সংরক্ষণের জন্য একটি আলাদা বিভাগ ছিল। এবার সেই কঙ্কালগুলিকে আরও সঠিকভাবে প্রদর্শনের জন্য স্কেলেটন মিউজিয়াম আলাদা করে তৈরি করা হয়েছে।

ডিরেক্টরের মতে, ‘‘মিউজিয়ামটি চালু করার জন্য গত ছয়-সাত মাস ধরে কঙ্কাল সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি চালু হলেও ভবিষ্যতে আরও কঙ্কাল সংযোজন করা হবে।’’

দার্জিলিং চিড়িয়াখানার নতুন এই উদ্যোগ পর্যটকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আকর্ষণ করছে। শিক্ষার্থীরা এখানে পশুপাখি চেনা এবং তাদের জীবনের বৈচিত্র সম্পর্কে জানতে পারবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version