Homeখবরকলকাতাএসএফআই-এর পোস্টার ছেঁড়া থেকে স্লোগান, উত্তেজনাকর পরিস্থিতি বইমেলায়

এসএফআই-এর পোস্টার ছেঁড়া থেকে স্লোগান, উত্তেজনাকর পরিস্থিতি বইমেলায়

প্রকাশিত

কলকাতা: রবিবার বিকেলে উত্তেজনাকর পরিস্থিতি কলকাতা বইমেলায়। এসএফআই-এর পোস্টার ছেঁড়ার ঘটনায় সাময়িক ভাবে বিতণ্ডা বাঁধল বইমেলা চত্বরে।

ঘটনায় প্রকাশ, বইমেলা চত্বরের বাতিস্তম্ভে বইয়ের প্রচারমূলক পোস্টার লাগিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্যরা। এ দিন দুপুরে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। এই নিয়ে বিতণ্ডা বাঁধে দু’পক্ষের মধ্যে। নিমেষে জড়ো হয়ে যায় উভয়পক্ষের সমর্থকরা।

তীব্র বাদানুবাদে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। যে কারণে জল আর বেশি দূর গড়ায়নি। এর পর ফের ওই জায়গায় পোস্টার লাগানো হয়। জটলার মধ্যে থেকে বলতে শোনা যায়, ‘বিজেপি বাঙালি বিরোধী’। অন্য দিকে, বিজেপি প্রভাবিত ‘ভারতীয় জনবার্তা’র স্টলের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলতে শুরু করে এক দল।

পুরো ঘটনায় কিছুটা হলেও হকচকিয়ে যান সাধারণ বইপ্রেমীরা। অনেকেই পাশ কাটিয়ে চলে গেলেও কেউ কেউ এসএফআই সমর্থকদের সঙ্গে পোস্টার লাগাতে এগিয়েও আসেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...