Homeখবরকলকাতাদুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতার আইকনিক আইএইচসিএল হোটেলগুলোর বিশেষ মেনু

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতার আইকনিক আইএইচসিএল হোটেলগুলোর বিশেষ মেনু

প্রকাশিত

কলকাতার দুর্গাপুজো উদযাপন এবার আরও আনন্দমুখর হতে চলেছে তাজ বেঙ্গল সহ শহরের অন্যান্য পাঁচ তারকা হোটেলগুলোর বিশেষ ভোজের আয়োজনের মাধ্যমে। প্রতিটি হোটেলই তাদের নিজস্ব ঐতিহ্য এবং রন্ধনশৈলীকে তুলে ধরতে বিশেষ মেনু আনছে।

তাজ বেঙ্গল
তাজ বেঙ্গল হোটেলে ৯ থেকে ১২ অক্টোবর ২০২৪ পর্যন্ত সোনারগাঁও, চাইনিসারী, এবং ক্যাল ২৭-এ বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। সোনারগাঁও-এ থাকছে বাঙালি এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার রান্নার বিশেষ থালি। গন্ধরাজ লেবুর ঘোল, ঝুরিভাজা, মাংসের কাটলেট, চিংড়ি মালাইকারি সহ বাঙালি রন্ধনপ্রণালীর সেরা স্বাদগুলো পাওয়া যাবে এখানে। প্রতিটি থালির মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩১৫০ টাকা থেকে ৩৯৫০ টাকা প্লাস কর।

তাজ সিটি সেন্টার নিউ টাউন
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতায় শামিয়ানা রেস্টুরেন্টে দুর্গোৎসব মহাভোজ আয়োজন করা হয়েছে। এখানে পাওয়া যাবে মুন্সিয়ানা মুরগির বিরিয়ানি, সর্ষে ইলিশ, রাধাবল্লভী, চিংড়ির বিশেষ পদ সহ আরও নানা বাঙালি সুস্বাদু পদ। মূল্য রাখা হয়েছে ২৭৫০ টাকা প্লাস কর।

তাজ টাল কুটির:
তাজ টাল কুটিরের দ্য ভেরানডায় থাকছে দুর্গাপুজোর মহাভোজ, যেখানে পাওয়া যাবে ঐতিহ্যবাহী পরিবারিক রেসিপিগুলো থেকে তৈরি থালি ও আ-লা-কার্ট। গোলবাড়ির কষা মাংস, পদ্মার মাছের ঝাল, এবং গোলদা চিংড়ির মালাইকারি সহ বেশ কিছু আকর্ষণীয় পদ পরিবেশিত হবে।

রাজকুটির (আইএইচসিএল সিলেকশনস)
রাজকুটির, কলকাতা-এ রাজবাড়ির ভুরিভোজ আয়োজন করা হয়েছে, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন বাঙালি খাবারের বিশেষ বুফে। মোচার চপ, কাতলা কালিয়া, কষা মাংস এবং মিষ্টি হিসেবে লাংচার মতন দুর্লভ বাঙালি পদগুলো থাকবে। এ বুফের মূল্য ১৯৯৯ টাকা।

এছাড়া ভিভান্তা কলকাতা, মাইন্ড, উইঙ্ক সহ অন্যান্য হোটেলেও থাকছে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন। দুর্গাপুজো উদযাপন আরও রঙিন করে তুলতে কলকাতার এই হোটেলগুলো উপহার দিচ্ছে অতিথিদের খাবারের ভিন্ন স্বাদ।

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে আইএইচসিএল হোটেলগুলোতে বিশেষ ভোজের জন্য রিজার্ভেশন করা খুব সহজ। আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

  1. ফোনে রিজার্ভেশন:
    প্রত্যেক হোটেলের জন্য আলাদা করে যোগাযোগের নম্বর দেওয়া আছে। আপনি নির্দিষ্ট হোটেলের জন্য ফোন করে সরাসরি রিজার্ভেশন করতে পারেন।
    • তাজ বেঙ্গল (Sonargaon, CAL 27, Souk, etc.):
      ফোন: +91 33 66123301
    • তাজ সিটি সেন্টার নিউ টাউন:
      ফোন: +91 6292288563
    • তাজ টাল কুটির (The Verandah, Lakeview Lounge):
      ফোন: +91 33 2202 0960
    • ভিভান্তা কলকাতা (Mynt, Wink, Swirl):
      ফোন: +91 33 66653133 / 6292274003
    • রাজকুটির, কলকাতা (Rashmanch, East India Room):
      ফোন: +91 6289461972

মনে রাখবেন: প্রতিটি রিজার্ভেশনের সাথে শর্ত প্রযোজ্য, এবং উচ্চ চাহিদার কারণে আগে থেকে বুকিং করে নেওয়াই সবচেয়ে ভালো হবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।