Home খবর কলকাতা গঙ্গার নীচ দিয়ে রবিবারও চলবে মেট্রো, ১লা সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক পরিষেবা

গঙ্গার নীচ দিয়ে রবিবারও চলবে মেট্রো, ১লা সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক পরিষেবা

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর। গঙ্গার নীচ দিয়ে রবিবারও মেট্রো চলার ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। এত দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার বন্ধ থাকত। তবে ১লা সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে রবিবারও এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে। যাত্রীদের চাহিদার উপর নির্ভর করে এই পরিষেবা স্থায়ী হবে কি না, তা ঠিক করবে কর্তৃপক্ষ।

এই লাইনটিকে ‘গ্রিন লাইন-২’ বলা হয় এবং হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হয়। চলতি বছরের মার্চ মাসে এই লাইনে মেট্রো চলাচল শুরু হয় এবং ক্রমে তা জনপ্রিয় হয়ে উঠেছে। হাওড়া এবং কলকাতার যাত্রীদের জন্য এই রুটটি গুরুত্বপূর্ণ, কারণ বহু মানুষ প্রতিদিন এই রুটে যাতায়াত করেন।

রবিবারের এই মেট্রো পরিষেবায় আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। প্রতি ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান রাখা হবে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে এবং এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে প্রথম মেট্রোটি ছাড়বে একই সময়ে। রাত ৯টা ৪৫ মিনিটে দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে।

হাওড়া, হুগলি সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কলকাতায় আসেন। তাঁদের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং ধর্মতলা—এই চারটি স্টেশনে মেট্রো দাঁড়ায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রবিবারও মেট্রো চালানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

এই পরীক্ষামূলক পরিষেবা শুরু হওয়ার পরে রবিবারও যাত্রীদের সাড়া কেমন হয়, সেটাই দেখার বিষয়। তবে যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে এই পরিষেবা স্থায়ী হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version