রেড রোডে পুজোর কার্নিভালের উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে যখন, ঠিক তখনই রানি রাসমণি রোডে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেওয়া হয়েছে। ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’-এর ডাকে এই জমায়েত শুরু হওয়ার কথা মঙ্গলবার বিকেল চারটে থেকে। এর জন্য কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি। কার্নিভালে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য রানি রাসমণি রোড এবং আশেপাশের এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ মনে করছে, এই দ্রোহের কার্নিভাল পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটাতে পারে এবং অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমিশনার মনোজ বর্মার স্বাক্ষরিত নির্দেশিকায় রানি রাসমণি রোড এবং আশেপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পূর্বের ১৪৪ ধারা) জারি করা হয়েছে। সোমবার রাতে এই নির্দেশিকা জারি হয়, যা এক দিনের জন্য বলবৎ থাকবে।
১৬৩ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে চার জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না এবং কোনও ধরনের অস্ত্র বা লাঠি বহন করা নিষিদ্ধ। কোনও মিছিল, সভা, ধর্না বা বিক্ষোভও করা যাবে না।
নিষিদ্ধ এলাকাগুলির মধ্যে রয়েছে রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, এবং জওহরলাল নেহরু রোড।
পুলিশ কমিশনার জানিয়েছেন, হাই কোর্টের ১১ অক্টোবরের নির্দেশ অনুযায়ী, পুজোর কার্নিভালে কোনও ভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। এর আগে ত্রিধারাকাণ্ডে অভিযুক্তদের জামিনের সময় আদালত জানিয়ে দিয়েছিল যে পুজোর কার্নিভালের শান্তি বজায় রাখতে হবে।
এই পরিস্থিতিতে পুলিশ রেড রোডে কার্নিভাল পালনের প্রস্তুতি নিচ্ছে, তবে ‘দ্রোহের কার্নিভাল’কে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।