কলকাতা: প্রতি বছরের মতো এবারেও সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজন করছে সংগীতের আসর ‘মূর্চ্ছনা’। এবারের ‘মূর্চ্ছনা ২০২৪’-এ থাকছে রাগসংগীত ও লোকগীতি বৈঠক। আগামী রবিবার ৯ জুন সন্ধ্যা ৬টায় ওই বৈঠক বসছে। বৈঠকের আয়োজন করা হয়েছে সাবর্ণ পরিবারের ঐতিহ্যপূর্ণ কালীকিংকর ভবনের দুর্গাদালানে।
বছরভর নানা অনন্য অনুষ্ঠানের আয়োজন করে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। এই ‘মূর্চ্ছনা’ উদযাপিত হয় সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে। ‘মুচ্ছর্না’র মধ্যে দিয়ে প্রতি বছর এই বিশেষ দিনটি উদ্যাপন করা হয়। ৯ জুনের অনুষ্ঠানে থাকবে ওড়িশি ও কথক নৃত্য পরিবেশন, দাদরা-ঠুমরি ও খেয়াল পরিবেশন, হারমোনিয়াম ও তবলা বাদন এবং বাউল গান পরিবেশন।
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ বারের অনুষ্ঠানে ওড়িশি পরিবেশন করবেন মহাশ্বেতা রায় চৌধুরী এবং কথক পরিবেশন করবেন নন্দিতা মণ্ডল ও অর্পিতা পান্ডে রায় চৌধুরী। দাদরা-ঠুমরি এবং খেয়াল পরিবেশন করবেন যথাক্রমে আবীরা মুখার্জি এবং শুভাঞ্জন চক্রবর্তী। হারমোনিয়ামে থাকবেন পণ্ডিত দেবপ্রসাদ দে এবং তবলায় সংগত করবেন পীযূষ ব্যানার্জি।
রাগসংগীতের আসরের পর থাকবে বিশেষ অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহ্যপূর্ণ বাউল গান পরিবেশন করবেন পূর্ণচন্দ্র বাউল।
‘মূর্চ্ছনা ২০২৪’ আয়োজনে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদকে সহযোগিতা করছে নিউ আলিপুর কলেজ। সে দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত অভিনেতা অরুণ বন্দোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তরুণ বসু ও তুলিকা রায়।