নামিবিয়া: ১৫৫-৯ (গেরহার্ড এরাসমুস ৫২, জেন গ্রিন ২৮, ব্র্যাড হুইল ৩-৩৩, ব্র্যাড কুড়ি ২-১৬)
স্কটল্যান্ড: ১৫৭-৫ (১৮.৩ ওভার) (রিচি বেরিংটন ৪৭ নট আউট, মাইকেল লিস্ক ৩৫, গেরহার্ড এরাসমুস ২-২৯, বার্নাড স্কলৎস ১-২০)
খবর অনলাইন ডেস্ক: টি২০ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে চারবারের চেষ্টায় এই প্রথম জয় পেল স্কটল্যান্ড। ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা। নামিবিয়াকে ৫ উইকেটে হারাল। নামিবিয়া বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ওমানকে সুপার ওভারের ফলাফলে হারিয়েছিল।
নামিবিয়ার বিরুদ্ধে প্রথম জয়
বৃহস্পতিবার ভারতীয় সময় রাতে সাড়ে ১২টায় (স্থানীয় সময় বিকেল ৩টে) বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট করে নামিবিয়া করে ৯ উইকেটে ১৫৫। স্কটল্যান্ড দুর্দান্ত ভাবে রান তাড়া করে ৯ বল বাকি থাকতেই তুলে নেয় ১৫৭ রান ৫ উইকেট হারিয়ে। রিচি বেরিংটন এবং মাইকেল লিস্কের জুটি ৭৪ রান করে দলকে জয়ের পথে নিয়ে যায়। ৩৫ বলে ৪৭ রান করে নট আউট থাকেন বেরিংটন। কিন্তু আসল খেল দেখান লিস্ক।
৭৩ রানে স্কটল্যান্ডের ৪ উইকেট পড়ে যাওয়ার পর বেরিংটনের সঙ্গী হন লিস্ক। হাতে ৯ ওভার। জয়ের জন্য চাই ৮৩ রান। মাঠে ঝড় তুললেন লিস্ক। ৪টে ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৫ রান করে যখন আউট হলেন দল তখন পৌঁছে গিয়েছে ১৪৭ রানে। ক্রিস গ্রিভ্সকে সঙ্গী করে বেরিংটন বাকি কাজটা সারলেন। ৫ উইকেটে ১৫৭ করে নামিবিয়াকে ৫ উইকেটে হারাল স্কটল্যান্ড। টি২০ ক্রিকেটের ইতিহাসে নামিবিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেল স্কটল্যান্ড। সংগত কারণেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন মাইকেল লিস্ক।
এরাসমুসের ব্যাট-বল জেতাতে পারল না
এর আগে টসে জিতে ব্যাট নিয়ে নামিবিয়া করে ৯ উইকেটে ১৫৫। কেনসিংটন ওভালের পিচের চরিত্র নিয়ে আগাম কিছু আন্দাজ করা যায় না। সেই পিচে প্রথম ব্যাট করার যে সিদ্ধান্ত নিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমুস তা ঠিক ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই প্রশ্ন আরও জোরদার হয় ৫৫ রানে ৪টি উইকেট পড়ে যাওয়ায়। তার পর অবশ্য পরিস্থিতি কিছুটা সামাল দেন অধিনায়ক স্বয়ং। তাঁর এবং কিছুটা জেন গ্রিন এবং ডেভিড উইসের ব্যাটিং-এ ভর করে নামিবিয়া পৌঁছোয় ১৫৫-য়, ৯ উইকেট হারিয়ে।
নিজের দলকে লড়াইয়ে রাখার দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক গেরহার্ড এরাসমুস। ব্যাট হাতে এরাসমুস করেন ৩১ বলে ৫২ রান এবং বল হাতে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। এ রকম অল রাউন্ড পারফরমেন্সের পরেও বাজিমাত করলেন স্কটল্যান্ডের মাইকেল লিস্ক সঠিক সময়ে সঠিক খেলাটি খেলে দেওয়ার জন্য।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বিশাল অঘটন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করল পাকিস্তান