1 কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে শনিবার মহালয়ায় চলল মা দুর্গার চক্ষুদান। এই চক্ষুদান অনুষ্ঠানে যোগ দিলেন বিশেষ ভাবে সক্ষম সহশিল্পীরা। ছবি: রাজীব বসু।
2 রূপান্তরকামীদের পুজো
দুর্গাপূজায় মেতেছেন রূপান্তরকামীরাও। ধর্মতলার ট্রামডিপোয় ট্রামের মধ্যে এই পুজো হচ্ছে। মহালয়ার দিন তাঁরা নিজেরাই মায়ের চোখ আঁকলেন। ছবি: রাজীব বসু।
3 বেলেঘাটা সন্ধানী
মহালয়ার দিন চোখ আঁকলেন বিখ্যাত শিল্পী সনাতন দিন্দা। এ বার তিনি প্রতিমা গড়ছেন বেলেঘাটা সন্ধানীর। ছবি: রাজীব বসু
4 শ্রীভূমির পুজো
উত্তর শহরতলির শ্রীভূমির পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়েছে শুক্রবার। শনিবার সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী বিদ্যা বালন, বিখ্যাত অভিনেতা দেব প্রমুখ। ছবি: রাজীব বসু।
5 সুরুচি সংঘ
নিউ আলিপুর সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর শনিবার মণ্ডপে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অন্যরা। ছবি: রাজীব বসু।