Home শিল্প-বাণিজ্য পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যাওয়ার আগে এই তালিকায় নজর বুলিয়ে নিন

পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যাওয়ার আগে এই তালিকায় নজর বুলিয়ে নিন

0

মহালয়া মানেই শুরু উৎসবের মরশুম। দুর্গাপুজো দিয়ে শুরু হয়ে দেশ জুড়ে অব্যাহত থাকবে একের পর এক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ছুটির আমেজও তুঙ্গে থাকা স্বাভাবিক। বিশেষ করে ব্যাঙ্কগুলিতে টানা ছুটি থাকতে চলেছে।

এই উৎসবের মরশুমে দেশের বেশ কিছু জায়গায় টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণত ব্যাঙ্কগুলোতে এক বা দু’দিনের সাপ্তাহিক ছুটি থাকে। মাসের সব রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে। এই কারণে, প্রত্যেক মাসের দু’টি সপ্তাহে ব্যাঙ্কগুলিতে দু’দিনের সাপ্তাহিক ছুটি থাকে।

তবে এ বার পরিস্থিতি একটু ভিন্ন হতে চলেছে। অনেক রাজ্যে, ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ২১ অক্টোবর মাসের তৃতীয় শনিবার, তবে সেই দিন মহাসপ্তমীর কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। ২১ অক্টোবর ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এরপর ২২ অক্টোবর রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী উপলক্ষে ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর পরে, ২৪ অক্টোবর মঙ্গলবার দশেরা বা দশমী উপলক্ষে ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এভাবে তিন রাজ্য ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গে টানা চারদিন ব্যাঙ্কগুলির কাজ বন্ধ থাকবে।

এমনিতে অক্টোবরে পুরো মাস জুড়ে ভারতে উৎসবের মরশুম। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্কগুলোতে প্রচুর ছুটি থাকে। গ্রাহক যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আগে থেকেই ছুটির তালিকা প্রকাশ করে। এই মাসে, রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার-সহ অনেক রাজ্যের ব্যাঙ্কগুলিতে মোট ১৫ দিন ছুটি। ব্যাঙ্কের বেশ কিছু ছুটি রাজ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

মাসের বাকি দিনগুলিতে কোথায় কবে ব্যাঙ্ক বন্ধ:

১৫ অক্টোবর, ২০২৩: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।

১৮ অক্টোবর ২০২৩: কাটি বিহুর কারণে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২১ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজো/মহা সপ্তমীর কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২২ অক্টোবর ২০২৩: রবিবারের কারণে সারাদেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২৩ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজো/মহা নবমীর কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২৪ অক্টোবর, ২০২৩: দশেরার কারণে, হায়দরাবাদ এবং ইম্ফল ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৫ অক্টোবর, ২০২৩- দুর্গাপুজো (দসাই) উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৬ অক্টোবর, ২০২৩- দুর্গাপুজো (দসাই)/অ্যাক্সিশন ডে-র জন্য গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজোয় (দশাই) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর, ২০২৩: লক্ষ্মীপুজো এবং চতুর্থ শনিবারের কারণে কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৯ অক্টোবর, ২০২৩: সারা দেশে ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

৩১ অক্টোবর, ২০২৩: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে অমদাবাদে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।

আরও পড়ুন: পাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version