Homeখবরকলকাতাসায়ন্তিকাদের শপথ, ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল, জট কি কাটল? 

সায়ন্তিকাদের শপথ, ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল, জট কি কাটল? 

প্রকাশিত

কলকাতা: রাজ্যের দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার তা সমাধান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছেন, দুই বিধায়কের শপথগ্রহণে কোনও বাধা নেই। তিনি এই দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়েছেন। আশিসের উপস্থিতিতেই বিধানসভায় শপথ নিতে পারবেন দুই বিধায়ক।

তবে বিধানসভা সূত্রে খবর, আশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি এই দায়িত্ব নিতে চান না। ফলে শপথগ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে।

সংবিধান অনুযায়ী, ভোটে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিধায়কেরা রাজ্যপালের উপস্থিতিতে শপথগ্রহণ করেন। রাজ্যপাল কাউকে এই কাজে নিযুক্ত করলে, তাঁর উপস্থিতিতেও শপথগ্রহণ সম্ভব। সেই নিয়ম মেনে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি রাজভবন থেকে কোনও চিঠি পাননি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না। তবে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সায়ন্তিকা ও রায়াতের শপথ হবে কিনা তা নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্টে রাজ্যপাল সংবিধানের নিয়ম উল্লেখ করে জানান, বিধায়কদের শপথগ্রহণে রাজভবন এবং বিধানসভার ভূমিকা কী। এরপর তিনি জানান, বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিচ্ছেন।

অতীতে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়ের শপথগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তখনও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের দায়িত্ব নিতে অস্বীকার করেন। তখন রাজ্যপাল সিদ্ধান্ত বদল করে বাবুলের শপথের দায়িত্ব স্পিকারকে দেন। এবারও তেমন পরিস্থিতি তৈরি হয় কিনা, সেটাই দেখার বিষয়।

রাজ্যের রাজনৈতিক মহলে এই বিষয়ে আলোচনা তুঙ্গে। সকলের নজর এখন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের দিকে। তিনি দায়িত্ব না নিলে, রাজ্যপাল আবারও কি সিদ্ধান্ত বদল করবেন? পরবর্তীতে সে দিকেও নজর থাকবে। 

প্যারাটিচার ও চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসর ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।