Homeখবরকলকাতাসায়ন্তিকাদের শপথ, ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল, জট কি কাটল? 

সায়ন্তিকাদের শপথ, ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল, জট কি কাটল? 

প্রকাশিত

কলকাতা: রাজ্যের দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার তা সমাধান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছেন, দুই বিধায়কের শপথগ্রহণে কোনও বাধা নেই। তিনি এই দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়েছেন। আশিসের উপস্থিতিতেই বিধানসভায় শপথ নিতে পারবেন দুই বিধায়ক।

তবে বিধানসভা সূত্রে খবর, আশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি এই দায়িত্ব নিতে চান না। ফলে শপথগ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে।

সংবিধান অনুযায়ী, ভোটে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিধায়কেরা রাজ্যপালের উপস্থিতিতে শপথগ্রহণ করেন। রাজ্যপাল কাউকে এই কাজে নিযুক্ত করলে, তাঁর উপস্থিতিতেও শপথগ্রহণ সম্ভব। সেই নিয়ম মেনে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি রাজভবন থেকে কোনও চিঠি পাননি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না। তবে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সায়ন্তিকা ও রায়াতের শপথ হবে কিনা তা নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্টে রাজ্যপাল সংবিধানের নিয়ম উল্লেখ করে জানান, বিধায়কদের শপথগ্রহণে রাজভবন এবং বিধানসভার ভূমিকা কী। এরপর তিনি জানান, বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিচ্ছেন।

অতীতে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়ের শপথগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তখনও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের দায়িত্ব নিতে অস্বীকার করেন। তখন রাজ্যপাল সিদ্ধান্ত বদল করে বাবুলের শপথের দায়িত্ব স্পিকারকে দেন। এবারও তেমন পরিস্থিতি তৈরি হয় কিনা, সেটাই দেখার বিষয়।

রাজ্যের রাজনৈতিক মহলে এই বিষয়ে আলোচনা তুঙ্গে। সকলের নজর এখন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের দিকে। তিনি দায়িত্ব না নিলে, রাজ্যপাল আবারও কি সিদ্ধান্ত বদল করবেন? পরবর্তীতে সে দিকেও নজর থাকবে। 

প্যারাটিচার ও চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসর ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।