কলকাতা: মিছিল, রাজনৈতিক সভা-সমাবেশ, ধরনা-অবস্থান। বুধবার সরগরম মহানগর। কার্যত মিছিলনগরীতে পরিণত কলকাতা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধরনা বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রাজীব বসু
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে হাজির করা হয় বিশালাকার এলপিজি সিলিন্ডার। ছবি: রাজীব বসু
আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ধরনা চলবে। ছবি: রাজীব বসু
শহিদ মিনারে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। ছবি: রাজীব বসু
একসঙ্গে রাজপথে পা মেলাতে দেখা গেল বাম-কংগ্রেসকে। রামলীলা ময়দান থেকে যৌথভাবে মিছিল শুরু করে বাম-কংগ্রেস। ছবি: রাজীব বসু
