Homeখবরকলকাতানন্দনে উত্তমকুমার স্মরণে ‘শিল্পী সংসদ’-এর চলচ্চিত্র উৎসব

নন্দনে উত্তমকুমার স্মরণে ‘শিল্পী সংসদ’-এর চলচ্চিত্র উৎসব

প্রকাশিত

কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তমকুমারের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘শিল্পী সংসদ’ আয়োজন করতে চলেছে এক বিশেষ চলচ্চিত্র উৎসব। ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহে চলবে এই আয়োজন। এবারের উৎসবের একটি মহৎ উদ্দেশ্যও রয়েছে—দুঃস্থ শিল্পীদের সাহায্যের জন্যই এই উদ্যোগ।

উৎসবের সূচনা অনুষ্ঠানটি হবে ২৪ জুলাই, বৃহস্পতিবার, বিকেল ৩টে থেকে নন্দন-১-এ। উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, ধ্রুপদী অভিনেতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়, জাদু সম্রাট পি.সি. সরকার (জুনিয়র), বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, জাদুশিল্পী জয়ন্ত সরকার ও আরও অনেকে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সমাজসেবী শ্রী প্রকাশ কুমার গুপ্ত। 

প্রতিদিন বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টায় মহানায়েকর অভিনীত ছবিগুলি দেখানো হবে। প্রদর্শিত হবে উত্তম কুমারের স্মরণীয় চলচ্চিত্রসমূহ, যেমন ‘সপ্তপদী’, ‘চিড়িয়াখানা’, ‘মেমসাহেব’, ‘শিল্পী’, ‘আমি সে ও সম্পদ’, ‘বসু পরিবার’, ‘দুই পৃথিবী’ প্রভৃতি। বিকেলের প্রদর্শনীর স্থান নন্দন-১ ও নন্দন-২, সন্ধ্যার প্রদর্শনী হবে নন্দন-১-এ।

Uttam Kumar film festival card

টিকিটের মূল্য ৪০, ৫০ ও ৬০ টাকা। টিকিট বিক্রি শুরু হবে ১৮ জুলাই থেকে নন্দন ১২ নম্বর কাউন্টার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে।

এই উৎসব শুধুমাত্র উত্তমকুমারকে শ্রদ্ধা জানানোর একটি সুযোগ নয়, বরং সিনেমা প্রেমীদের কাছে তাঁর কালজয়ী ছবিগুলি আবার পর্দায় দেখার এক বিরল উপলক্ষ। সেই সঙ্গে দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াসও। 

এছাড়া, ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে তাঁর মূর্তিতে মাল্যদান করে শিল্পী সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।