Homeখবরকলকাতাধর্মতলা ডিপোয় ট্রামের কপালে পড়ল ফোঁটা, দীর্ঘজীবন কামনা করলেন বোনেরা

ধর্মতলা ডিপোয় ট্রামের কপালে পড়ল ফোঁটা, দীর্ঘজীবন কামনা করলেন বোনেরা

প্রকাশিত

ট্রাম চালু রাখার দাবিতে সরব হয়েছেন কলকাতাবাসীর একাংশ। সেই দাবি আরও জোরালো করতে ট্রামে ফোঁটা দিলেন বোনেরা। ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে যেমন ফোঁটা দেন বোনেরা, তেমন আচার পালন করে ট্রামের দীর্ঘজীবন কামনা করলেন তাঁরা। 

সকাল সকাল ধর্মতলায় ট্রাম ডিপোয় পৌঁছে যান ট্রাম বাঁচানোর দাবিতে সরব হওয়া একটি সংগঠনের সদস্যরা। ট্রামের দীর্ঘজীবন কামনা করে শুরু হয় ভাইফোঁটা কর্মসূচি। সংগঠনের মহিলা সদস্যরা ফোঁটা দেন ট্রামের গায়ে। তাঁদের সঙ্গে ছিল চন্দন ও মিষ্টির থালা।

সংঠনের এক মহিলা সদস্য ফোঁটা দিয়ে বলেন, “আমরা ট্রামকে খুব ভালবাসি। তাই ট্রামের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করেই আমরা ফোঁটা দিলাম আজ।” 

অন্য এক সদস্য বলেন, “আমাদের শরীরে যেমন প্রাণবায়ু আছে, তেমনই কলকাতার শরীরে প্রাণবায়ু, কলকাতার ঐতিহ্য এই ট্রাম। তাই এই ট্রাম ছাড়া তো কলকাতার কথা ভাবাই যায় না। তাই ভাইফোঁটার দিন ছোট ভাই ট্রামের দীর্ঘায়ু কামনা করতে আমরা একত্রিত হয়েছি।”

প্রসঙ্গত, এ দিন সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে গাছের গায়ে ফোঁটা দিয়েছেন বোনেরা। ‘দানা’র মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচিয়েছে ম্যানগ্রোভ অরণ্য। তারই কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।  মানুষের মধ্যে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি। একই ভাবে ট্রামে বাঁচানোর লক্ষ্যে রবিবারের এই ভাইফোঁটা কর্মসূচি। বোনেদের কামনায় প্রশাসনের ট্রাম তুলে দেওয়ার ভাবনায় কি ‘কাঁটা’ পড়বে? এখন সেটাই দেখার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।