Home খবর কলকাতা বিশ্ব ক্যানসার দিবস: সচেতনতার বার্তা পৌঁছে দিতে পদযাত্রা কলকাতায়

বিশ্ব ক্যানসার দিবস: সচেতনতার বার্তা পৌঁছে দিতে পদযাত্রা কলকাতায়

0
বিশ্ব ক্যানসার দিবসে কলকাতায় পদযাত্রা। ছবি: রাজীব বসু

কলকাতা: প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস (World Cancer Day 2023)। এই মারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে বিশেষ দিনটির। বিশ্ব জুড়ে ক্যানসার সম্পর্কে সচেতনতা ও শিক্ষা প্রসারিত করার লক্ষ্য নিয়েই এই দিবসটি উদ্‌যাপন।

সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড়ো অংশের ক্ষেত্রে ক্যানসার ঠেকিয়ে রাখা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আশঙ্কার বদলে সচেতনতা প্রসার বেশি জরুরি। আর এখানেই বিশ্ব ক্যানসার দিবসের সার্থকতা। ছবি: রাজীব বসু

চিকিৎসক থেকে শুরু করে রোগী অথবা রোগীর পরিবার, বিভিন্ন সংগঠন, প্রশাসন, সবাইকে নিয়েই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালিত হয়। ছবি: রাজীব বসু

বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালিত হয় এই দিবস। পদযাত্রা, সেমিনার, পথনাটিকা ইত্যাদির মাধ্যমে ক্যানসার নিয়ে সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় এই দিনটিতে। ক্যানসার আক্রান্তদের লড়াইয়ের কথাও তুলে ধরা হয়। ছবি: রাজীব বসু

২০০০ সালের ৪ ফেব্রুয়ারি প্যারিসে বিশ্ব ক্যানসার সামিট আয়োজিত হয়। সেখানেই ঠিক হয়, এই দিনটি বিশ্ব ক্যানসার দিবস বা বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস বা বিশ্ব ক্যানসার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে। ছবি: টুইটার থেকে

ক্যানসার এবং ক্যানসার প্রতিরোধ সংক্রান্ত খবর অনলাইন-এ প্রকাশিত দরকারি প্রতিবেদনগুলি পড়ুন এখানে ক্লিক করে: ক্যানসার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version