Homeখবরকলকাতা১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

প্রকাশিত

এপ্রিলে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বন্ধ হয়ে যাওয়া কলকাতা-শ্রীনগর সরাসরি বিমান পরিষেবা অবশেষে ফিরছে। ইন্ডিগো সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন থেকে ফের চালু হচ্ছে এই পরিষেবা। ফলে কাশ্মীর পর্যটনে ফের প্রাণ ফেরার আশা করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে হামলার পর পর্যটকদের সংখ্যা একধাক্কায় কমে যায় কাশ্মীরে। তারই প্রেক্ষিতে বিমানে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় কলকাতা-শ্রীনগর বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এরপর ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ শুরু হলে শ্রীনগর-সহ ৩১টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা থেকে সংযোগ থাকা চারটি গন্তব্য — শ্রীনগর, আমৃতসর, চণ্ডীগড় ও হিন্দনের মধ্যে ইতিমধ্যে বাকি তিনটি গন্তব্যে পরিষেবা ফের চালু হয়েছে।

ইন্ডিগোর এক কর্তা জানিয়েছেন, ‘‘আমরা তাড়াহুড়ো করিনি। পর্যটকদের আস্থা ফিরে আসার জন্য সময় দিয়েছি। এখন বুকিং ভালো হচ্ছে বলেই পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, তারা আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতে রয়েছে। শ্রীনগর রুটে ইন্ডিগোর সাড়া দেখে তবেই ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নেবে তারা।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI)-র জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেছেন, “অপারেশন সিন্ধুরের সময় যে ফ্লাইটগুলি বন্ধ ছিল, তারা একে একে চালু হচ্ছে— এটা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।”

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI)-র সদস্য মানব সোনির কথায়, “কাশ্মীরের সঙ্গে ফের সংযোগ স্থাপন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, গোটা পর্যটন শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা আশা করি, পর্যটকেরা এখন ফের কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।”

কলকাতার একাধিক ট্রাভেল এজেন্ট সংস্থা ইতিমধ্যেই কাশ্মীর সফরকে আবার জনপ্রিয় করে তুলতে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে। ১০০-র বেশি এজেন্ট ও তাঁদের সহযোগীরা সক্রিয়ভাবে এই রুট পুনর্জীবনের প্রচারে অংশ নিচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।