কলকাতা: শনিবার সন্ধ্যায় কলকাতার ইলিয়ট রোডের এক গুদামে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হননি। তবে এক দমকলকর্মী জখম হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান।
গুদামটি ১২বি ইলিয়ট রোডে এক বহুতলে। দাহ্যবস্তু ভরা ওই গুদামে আগুন লাগে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন দফায় দফায় ঘটনাস্থলে পৌঁছোয় এবং আগুন নেভানোর কাজে নেমে পড়ে। আগুন লাগার সময় গুদামে কোনো কর্মী ছিলেন না। তবে গুদামের আশেপাশে বেশ কিছু ফ্ল্যাট রয়েছে। সেই সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদকে বাইরে বার করে আনা হয়।
ইলিয়ট রোডের ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ। বহুতলের যে তলায় আগুন লাগে তার ঠিক উপরের তলাতেই রয়েছে একটি স্কুল। স্থানীয়রা জানান, ওই গুদামে নানা সুগন্ধি, প্লাস্টিকের জিনিস, চকোলেট, চিপস, সিগারেট ইত্যাদি দাহ্য বস্তু মজুত ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথম দিকে একটু সমস্যা হয় বলে দমকলের একটি সূত্রে জানা যায়। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে।