আর ক’দিন বাদেই কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে রাজ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সোনার গয়না এবং নগদ বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। সূত্রের খবর, ১০ মে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা ভোটে প্রার্থী হওয়া বেশ কয়েকজনকে টাকার জোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছিল।
আয়কর বিভাগ বেঙ্গালুরু এবং মাইসুরুর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে নগদ ১৫ কোটি টাকা এবং ৫ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেছে। শনিবার এই তথ্য জানিয়েছে আয়কর বিভাগ। এটি নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, শুক্রবার শান্তিনগর, কক্সটাউন, শিবাজিনগর, আরএমভি এক্সটেনশন, কানিংহাম রোড, সদাশিবনগর, কুমারপার্ক পশ্চিম এবং বেঙ্গালুরুর ফেয়ারফিল্ড লেআউটে অভিযান চালানো হয়। এই অভিযানগুলিতে বেশ কয়েকটি গোপন স্থান থেকে বিপুল পরিমাণ বে-হিসাবি নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে।
ভোটের আগে দিকে দিকে উদ্ধার হচ্ছে টাকা। অটোরিকশা থেকে শুরু করে সাধারণ হাতব্যাগ, সবেতেই ঠেসে ভরা বান্ডিল। মাইসুরুতে একটি ঝাউগাছ থেকেও এক কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। একটি সাধারণ অটোরিকশায় সওয়ার দুই ব্যক্তির কাছ থেকেও উদ্ধার হয় নগদ এক কোটি টাকা।
ভোটের আগে সক্রিয় ভাবে রাজ্যে এ ধরনের কাজ-কারবারে নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। ১০ মে ভোটগ্রহণের দিনকে সামনে রেখে অনেক দল ভোটারদের আকৃষ্ট করতে অর্থের ব্যবহার করতে চাইছে বলে অনুমান।
আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী পারদ, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে