Homeখবরদেশটিসিএস-এ অফিসে গিয়ে কাজের হার এক ধাক্কায় বেড়ে ৭০ শতাংশ! নেপথ্যে কি...

টিসিএস-এ অফিসে গিয়ে কাজের হার এক ধাক্কায় বেড়ে ৭০ শতাংশ! নেপথ্যে কি পরিবর্তনশীল বেতন নীতি?

প্রকাশিত

অফিসে ফিরছেন ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা টিসিএস (TCS)-এর কর্মীরা। সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭০ শতাংশ কর্মী অফিসে এসে কাজ করছেন। প্রতি সপ্তাহেই এই সংখ্যা বাড়ছে। উল্লেখযোগ্য ভাবে, অফিসে এসে কাজ করার বিনিময়ে পরিবর্তনশীল বেতন নীতি সংশোধন করার কয়েক মাসেই মধ্যেই এই পটপরিবর্তন।

২০২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করার সময় টিসিএস-এর প্রধান মানবসম্পদ আধিকারিক মিলিন্দ লক্কড় জানান, যেসব কর্মী সপ্তাহে পাঁচ দিন অফিসে এসে কাজ করার পদ্ধতি মেনে চলেন না, তাঁদের জরিমানা করা হয়েছিল। যদিও সেই আর্থিক জরিমানার পরিমাপ সম্পর্কে বিশদ কিছুই জানাননি তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, “অফিসে এসে কাজ না করলে কোনো কর্মীর উপর তার প্রভাব পড়তে বাধ্য়। তবে সেই প্রভাব কতটা, সে সম্পর্কে কোনো তথ্য দিতে চাই না। মূলত কর্মক্ষেত্রে শৃঙ্খলার দিক থেকে আমরা এসব করছি।”

একইসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে আমি বিশেষ চিন্তিত নই। কারণ, পরিস্থিতির উপর আমার আস্থা রয়েছে। কর্মীরা অফিসে আসার মূল্য বুঝতে পেরেছেন। এঁদের মধ্যে অনেকেই এই প্রথম বার অফিসে আসছেন। কারণ, কোভিড মহামারি চলাকালীন তাঁরা টিসিএস-এ যোগ দিয়েছিলেন। সবমিলিয়ে একটা ইতিবাচক শক্তি তৈরি হয়েছে।”

গত এপ্রিল মাসে পরিবর্তনশীল বেতন নীতি তৈরি সংশোধন করেছে টিসিএস। ওই নীতি অনুযায়ী কোনো কর্মীর বেতন পেতে অফিসে এসে কাজ করাকেই মূল নির্ধারক হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই নীতিটি চারটি ভাগে বিভক্ত। সেটা স্থির করা হয়েছে, কোন কর্মী কতদিন অফিসে এসে কাজ করছেন, তার উপর নির্ভর করে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, টিসিএসের কোনো কর্মী যদি ৬০ শতাংশের কম সময় অফিসে এসে কাজ করেন, তা হলে তিনি ওই ত্রৈমাসিকের জন্য নতুন পরিবর্তনশীল বেতন নীতির সুবিধা পাবেন না। যাদের উপস্থিতি ৬০-৭৫ শতাংশ, তাঁরা নিজেদের পরিবর্তনশীল বেতনের অর্ধেক পাবেন। এ ভাবেই ৭৫-৮৫ শতাংশ উপস্থিতি হলে পরিবর্তনশীল বেতনের তিন-চতুর্থাংশ পাবেন।

শুধুমাত্রা সেই সমস্ত কর্মচারী পরিবর্তনশীল বেতনের সম্পূর্ণ অংশ পাবেন, যাঁদের উপস্থিতি ৮৫ শতাংশের বেশি। পরিবর্তনশীল বেতন পাওয়ার জন্য এটাই সর্বোচ্চ উপস্থিতির হার।

আরও পড়ুন: চালু হচ্ছে মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন, চলবে ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।