Homeখবরদেশ১১১টি ওষুধ মান পরীক্ষায় ব্যর্থ, বাজারে সতর্কতা জারি করল নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও

১১১টি ওষুধ মান পরীক্ষায় ব্যর্থ, বাজারে সতর্কতা জারি করল নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও

প্রকাশিত

নভেম্বরে মোট ১১১টি ওষুধের নমুনাকে “মাণদণ্ড অনুত্তীর্ণ” (Not of Standard Quality বা NSQ) হিসেবে চিহ্নিত করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। এর মধ্যে ৪১টি নমুনা সেন্ট্রাল ল্যাবরেটরিতে এবং ৭০টি নমুনা রাজ্য ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও জানিয়েছে, কোনও ওষুধকে এনএসকিউ হিসেবে চিহ্নিত করার কারণ সেটির নির্দিষ্ট মানদণ্ডের এক বা একাধিক গুণগত মানদণ্ডে ব্যর্থ হওয়া। তবে এই ব্যর্থতা শুধুমাত্র নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য এবং বাজারে যে অন্যান্য ব্যাচের ওষুধ পাওয়া যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে কোনও উদ্বেগ নেই।

সরকারি পরীক্ষাগারে ওষুধের গুণমান যাচাইয়ের জন্য সিডিএসসিও নিয়মিতভাবে দোকান বা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে। এরপর এনএসকিউ ওষুধের তালিকা প্রতি মাসে তাদের পোর্টালে প্রকাশ করা হয়। নভেম্বরে পরীক্ষা করা নমুনাগুলির তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

তালিকায় এনএসকিউ হিসেবে চিহ্নিত ওষুধগুলির সংমিশ্রণ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, প্রস্তুতকারকের নাম এবং ব্যর্থ পরীক্ষার বিবরণ উল্লেখ করা হয়েছে। সিডিএসসিও জানিয়েছে, এই তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য হল বাজারে চিহ্নিত এনএসকিউ ব্যাচ সম্পর্কে স্টেকহোল্ডারদের সচেতন করা।

এছাড়াও, নভেম্বরে দুটি ওষুধকে ভেজাল বা স্পুরিয়াস (Spurious Drugs) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর একটি নমুনা বিহার ড্রাগস কন্ট্রোল অথরিটি এবং অন্যটি সিডিএসসিও গাজিয়াবাদ থেকে সংগ্রহ করে। এই ওষুধগুলি অনুমোদনহীন এবং অজানা প্রস্তুতকারকের দ্বারা তৈরি, যারা অন্য কোম্পানির ব্র্যান্ড নাম ব্যবহার করেছে।

ভেজাল ওষুধের মধ্যে রয়েছে:

  • Pantoprazole Gastro-Resistant Tablets I.P. (PAN-40), ব্যাচ নম্বর: 23443074
  • Amoxycillin and Potassium Clavulanate Tablets IP (AUGMENTIN625 DUO), ব্যাচ নম্বর: 824D054

জানা গিয়েছে, সরকারি সংস্থা বাজার থেকে এই ওষুধ সরিয়ে নেওয়ার বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।