Home খবর দেশ আরও তৎপর হোক নিরাপত্তাবাহিনী, শ্রীনগরে গ্রেনেড হামলার পর বললেন ওমর আবদুল্লা, আহত...

আরও তৎপর হোক নিরাপত্তাবাহিনী, শ্রীনগরে গ্রেনেড হামলার পর বললেন ওমর আবদুল্লা, আহত অন্তত ১২

শ্রীনগরের একটি জনাকীর্ণ এলাকায় গ্রেনেড হামলায় অন্তত ১০ আহত হয়েছেন। ট্যুরিস্ট রিসেপশন সেন্টার বা টিআরসি-র কাছে বাজারে এই বিস্ফোরণ হয়। রবিবার বিকালে টিআরসি কাছে রেসিডেন্সি রোডে একটি বাজার বসে। সেখানেই এই বিস্ফোরণ হয়।

পুলিশ সূত্রে খবর, সিআরপি কর্মীদের লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে।কিন্তু গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ফেরিওয়ালার গাড়িতে আঘাত করে। গ্রেনেড বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সুপার, ডা. তাসনিম শওকত বলেন, “আহতদের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন মহিলা। সবার অবস্থাই এখনও পর্যন্ত স্থিতিশীল।” 

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একটি ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এই গ্রেনেড হামলাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। এই ধরনের জঙ্গি নিয়ন্ত্রণে নিরাপত্তাবাহিনীকে আরও তৎপর হওয়ার আবেদন করেছেন।

হামলার পর এলাকা ঘিরে ধরে পুলিশ এবং আধাসামরিকবাহিনীর একটি যৌথ দল। এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। শনিবারই একটি শ্রীনগরের খানিয়ারে লস্কর-ই-তৈবার এক শীর্ষস্থানীয় কমান্ডারকে নির্মূল করেছে বাহিনী। অন্যদিকে, অনন্তনাগে নিহত হয় ২ সন্ত্রাসবাদী। তার একদিন পর  এই গ্রেনেড হামলা হল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version