Home খবর দেশ ভুয়ো এনসিসি ক্যাম্প করে ১৩ ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক-সহ গ্রেফতার ১১

ভুয়ো এনসিসি ক্যাম্প করে ১৩ ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক-সহ গ্রেফতার ১১

0

চেন্নাই: ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি-র নামে ভুয়ো ক্যাম্প। পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য স্কুলে ক্যাম্পের আয়োজন। আর সেখানেই বেশ কয়েকজন ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ। কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার আবহে নতুন মাত্রা যোগ করেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরির এই ভুয়ো এনসিসি ক্যাম্প-কাণ্ড।

সোমবার পুলিশ জানিয়েছে, একটি ভুয়ো এনসিসি ক্যাম্পে অন্তত ১৩ জন মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে যৌন নির্যাতন করা হয়েছে। এই মামলায় ক্যাম্প সংগঠক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুই শিক্ষক ও একজন সংবাদদাতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে জানা গেছে যে, ওই বেসরকারি স্কুলের কোনো এনসিসি ইউনিট ছিল না। যে কারণে আয়োজকরা স্কুল পরিচালন মন্ডলীকে বলেছিল যে এই জাতীয় শিবিরের আয়োজন করলে পরবর্তীতে তাদের একটি এনসিসি ইউনিটের জন্য যোগ্যতা অর্জন করতে সাহায্য করবে।

পুলিশ জানিয়েছে, যে দলটিকে ক্যাম্পের জন্য নিযুক্ত করা হয়ে, তার যথাযথ খোঁজখবর নিতে স্কুল ব্যর্থ হয়েছিল। এই মাসের শুরুতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিবিরে ১৭ জন ছাত্রীসহ ৪১ জন পড়ুয়া অংশগ্রহণ করে।

মেয়েদের দোতলায় স্কুল অডিটোরিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছিল, আর ছেলেদের রাখা হয়েছিল নিচতলায়। ক্যাম্পের তদারকির জন্য কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। মেয়েদের প্রলোভন দেখিয়ে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

জেলা পুলিশ সুপার, পি থাঙ্গাদুরাই এনডিটিভিকে বলেছেন, “স্কুল কর্তৃপক্ষ যৌন অপরাধ সম্পর্কে সচেতন ছিল কিন্তু পুলিশকে জানানোর পরিবর্তে বিষয়টি চাপা দেওয়ার পথ বেছে নিয়েছিলেন। পড়ুয়াদের বলা হয়েছিল এটিকে গুরুত্ব না নেওয়ার জন্য। রীতিমত নির্দেশ দেওয়া হয়েছিল”।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version