আরজি কর-কাণ্ডে সমাজমাধ্যমে তদন্ত সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করেছিল লালবাজার। কিন্তু তলবে সাড়া না দেওয়ায় গ্রেফতারির আশঙ্কায় সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁর মামলা গ্রহণ করেছেন এবং মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত রবিবার লালবাজার থেকে তলব করা হয়েছিল তৃণমূল সাংসদকে। তিনি না যাওয়ায় ফের তাঁকে তলব করা হয়। আরজি করের ঘটনা নিয়ে সুখেন্দু সমাজমাধ্যমে একাধিক মন্তব্য করেছিলেন। তিনি কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছিলেন এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকেও হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরেই লালবাজারে তলব করা হয়।
দিল্লি এমসের চিকিৎসকদের অভিনব প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখার ঘোষণা
পুলিশি তলব নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, রবিবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না’ গানটি শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুখেন্দু। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, তিনি এই বিদ্রোহী মনোভাব থেকে পিছোবেন না এবং ভয় না পেয়ে নিজের অবস্থানে অনড় থাকবেন। একই সঙ্গে সমাজমাধ্যমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের একত্রিত হয়ে আবার প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। ফুটবল সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জের বিরোধিতা করেন এবং দুই প্রধানকে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দেন।