Homeখবরদেশনয়ডায় রহস্যজনক ভাবে ১৪জনের মৃত্যু, কারণ হিট স্ট্রোক অনুমান চিকিৎসকদের

নয়ডায় রহস্যজনক ভাবে ১৪জনের মৃত্যু, কারণ হিট স্ট্রোক অনুমান চিকিৎসকদের

প্রকাশিত

উত্তরপ্রদেশের নয়ডায় রহস্যজনকভাবে ১৪ জনের মৃত্যু ঘটেছে। প্রত্যেকের দেহ রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনে তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শহরের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে গরমে অসুস্থ হয়ে ভর্তির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। নয়ডা জেলা হাসপাতালে চিফ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট (সিএমএস) রেণু আগরওয়াল জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত ১৪ জনের মৃত্যু ঘটেছে। বেশির ভাগ মৃত্যুই পথচারী এবং পুলিশকর্মীদের মধ্যে ঘটেছে।

এক বেসরকারি হাসপাতালের ডিরেক্টর অজয়কুমার গুপ্ত জানান, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ দেখা গিয়েছে। কেউ পেটের সমস্যায়, কেউ বমি বমি ভাব নিয়ে ভর্তি হয়েছেন, আবার কারও প্রচণ্ড জ্বরের উপসর্গ ধরা পড়েছে। অজয়কুমার বলেন, “গত বছরের তুলনায় এ বছরে গরমে অসুস্থের সংখ্যা ৪০-৪৫ শতাংশ বেড়েছে।”

গত দু’দিনে দিল্লি এবং নয়ডায় হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু হয়েছে। নয়ডায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি এবং এনসিআরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। ঠান্ডা হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে ২৩ জুন থেকে তাপমাত্রা আবার বাড়বে এবং তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। ২৪ এবং ২৫ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। গরমের মধ্যে বাড়ির বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত জল পানের পরামর্শ দিয়েছেন তাঁরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।