Homeখবরদেশঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদান পর্ব বুধবার সকালে শুরু হয়েছে। প্রথম দফায় ১৫টি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হয়েছে ভোট, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আগামী ২০ নভেম্বর বুধবার দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ করা হবে। শেষ দফায় ভোট নেওয়া হবে বাকি ৩৮টি বিধানসভা কেন্দ্রে। ২৩ নভেম্বর ভোটগণনা হবে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫-এর ৫ জানুয়ারি।

ভোটে দুই প্রতিদ্বন্দী শিবির এনডিএ এবং ‘ইন্ডিয়া’। এনডিএ জোটের প্রধান দল বিজেপি লড়ছে ৬৮টি আসনে। বাকি শরিক দলগুলির মধ্যে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) ১০টি আসনে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) ২টি আসনে এবং চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ১টি আসনে লড়ছে।

‘ইন্ডিয়া’ জোটের প্রধান দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়ছে ৪১টি আসনে। বাকি শরিক দলগুলির মধ্যে কংগ্রেস ৩০টি আসনে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৬টি আসনে এবং সিপিআই (এমএল) ৪টি আসনে লড়ছে।

ঝাড়খণ্ডের মোট ভোটার ২.৬০ কোটি। এর মধ্যে প্রথম দফায় ভোট দেওয়ার কথা ১.৩৭ কোটি ভোটদাতার। বুধবার যে ৪৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ২০টি তফশিলি জাতি এবং ৬টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বাকি ১৭টি আসন অসংরক্ষিত।  

রাজ্যের ৮১টি আসনে লড়ছেন ৬৮৩ জন প্রার্থী। এঁদের মধ্যে ৬০৯ জন পুরুষ, ৭৩ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের মানুষ।  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।