Home খবর দেশ গত এক বছরে নিখোঁজ ২৫ বাঘ, রণথম্ভৌরে চাঞ্চল্য

গত এক বছরে নিখোঁজ ২৫ বাঘ, রণথম্ভৌরে চাঞ্চল্য

0

খবর অনলাইনডেস্ক: রাজস্থানের রণথম্ভৌর জাতীয় উদ্যানে গত এক বছরে খোঁজ নেই ২৫টি বাঘের। সম্প্রতি প্রকাশিত একটি বাঘ নজরদারির রিপোর্টে এই পরিসংখ্যান সামনে আসায় হইচই পড়ে গিয়েছে।

রণথম্ভৌরে মোট ৭৫টি বাঘ এবং বাঘিনি রয়েছে। বন দফতরের একটি সূত্রের দাবি, গত এক বছরে এর মধ্যে ২৫টি বাঘের কোনো খোঁজ নেই। তাদের মধ্যে ১১টি বাঘের গতিবিধির উপরে নজর রাখা যায়নি। বাকি ১৪টি বাঘ কী ভাবে উধাও হয়ে গেল সে সম্পর্কে বন দফতরের কাছে কোনো খবর নেই।

রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবনকুমার উপাধ্যায় এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটি দু’মাসের মধ্যে বাঘেদের নিখোঁজ হওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করবে। যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে রয়েছেন মুখ্য বনসংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বনসংরক্ষক।

কী ভাবে বাঘগুলি নিখোঁজ হয়ে গেল, এক বছরের মধ্যে এতগুলি বাঘ উধাও হয়ে যাওয়ার কারণ কী, বাঘের গতিবিধিতে ঠিকমতো নজরদারি চালানো হয়েছিল কি না— এই সব নিয়ে তদন্ত চালাবে ওই কমিটি। পাশাপাশি, কোনো কর্মী বা আধিকারিকের গাফিলতি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে বন দফতর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version