Homeখবরদেশমায়ানমারের স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩০০ ভারতীয়কে ফেরত আনা হল, দ্বিতীয় দফায়...

মায়ানমারের স্ক্যাম সেন্টার থেকে মুক্ত ৩০০ ভারতীয়কে ফেরত আনা হল, দ্বিতীয় দফায় ফিরবেন আরও ২৫৭ জন

প্রকাশিত

মায়ানমারের অনলাইন প্রতারণা চক্র থেকে মুক্ত হয়ে প্রায় ৩০০ ভারতীয় দেশে ফিরলেন। থাইল্যান্ড হয়ে সোমবার তাঁরা দেশে ফেরেন বলে এএফপি সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় আরও ২৫৭ জন ভারতীয়কে দেশে ফেরানো হবে।

সম্প্রতি মায়ানমারে চিন পরিচালিত একাধিক স্ক্যাম সেন্টারে আন্তর্জাতিক তদন্তের পর বড়সড় ধরপাকড় শুরু হয়েছে। এই প্রতারণার কেন্দ্রগুলি মূলত মায়ানমারের আইনশৃঙ্খলাহীন সীমান্ত অঞ্চলে গড়ে উঠেছে, যেখানে বিদেশি কর্মীদের অনলাইন জালিয়াতি কাজে ব্যবহার করা হয়। প্রেম ও বিনিয়োগ সংক্রান্ত প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।

ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে ২৬৬ জন পুরুষ ও ১৭ জন নারীকে সাতটি বাসে করে থাইল্যান্ডের মে সট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে অতিরিক্ত তিনটি বাসে তাঁদের মালপত্র পাঠানো হয়। ভারত সরকার সি-১৭ পরিবহন বিমান পাঠিয়ে তাঁদের দেশে ফিরিয়ে এনেছে।

অন্যদিকে, চিন ইতিমধ্যেই ২,০০০-এর বেশি নাগরিককে দেশে ফিরিয়েছে। তবে চিন কর্তৃপক্ষ তাঁদের দেশে ফেরার পরই হাতে হাতকড়া পরিয়ে তদন্ত শুরু করেছে।

প্রতারণার শিকার হওয়া অনেকেই জানান, তাঁদের ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানে জোর করে প্রতারণার কাজে বাধ্য করা হয়। কাজ করতে না চাইলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিকরা এই প্রতারণার শিকার হয়েছেন। মায়ানমারে পরিচালিত এই চক্রের বিরুদ্ধে ভারত ও চিনসহ একাধিক দেশ যৌথভাবে ব্যবস্থা নিচ্ছে। তবে এখনো বহু মানুষ প্রতারণার শিকার হয়ে সীমান্ত অঞ্চলে আটকে রয়েছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।