খবর অনলাইনডেস্ক: ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশাল নিকেশের বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর কিছুদিনের মধ্যেই মাওবাদী দমনে বড়োসড়ো সাফল্য এল ছত্তীসগঢ়ে। শুক্রবার নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন ৩৬ জন মাওবাদী।
গোপন সূত্রের খবর পেয়ে এদিন ছত্তীসগড়ের দান্তেওয়াড়া সীমান্তে অবুঝমাড় ও নারায়ণপুর এলাকার গভীর জঙ্গলে কার্যত সাঁড়াশি অভিযানে নামে বাহিনী। দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষে মোট ৩৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।
সংঘর্ষ থামার পরেও গভীর রাত পর্যন্ত দেহ উদ্ধার হতে থাকে। ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, একটি এসএলআর এবং প্রচুর পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সেনার ওপর হামলার জন্যই বিপুল পরিমাণ ওই বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই অভিযানের পর ছট্টীসগঢ়ের বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসও।