Homeখবরদেশরোপওয়ে প্রকল্পের বিরোধিতা, বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক

রোপওয়ে প্রকল্পের বিরোধিতা, বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: রোপওয়ে প্রকল্পের বিরোধিতায করে বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার ছিল বন্‌ধের দ্বিতীয় দিন। রবিবার পর্যন্ত এই বন্‌ধ চলার কথা। কিন্তু তার পরেও কি বন্‌ধ চলবে, তা নিয়ে জল্পনা চলছে।

বৈষ্ণোদেবীতে পৌঁছনোর জন্য পাহাড়ি পথে পুণ্যার্থীরা অনেকেই ঘোড়ার পিঠে এবং ডুলি চেপে যান। ফলে এই ব্যবসা রমরমিয়ে চলে সেখানে। এই পেশায় বহু মানুষ জড়িয়ে। তা ছাড়া, কাটরা থেকে বৈষ্ণোদেবী হাঁটাপথে রয়েছে প্রচুর দোকান। সেখানে পুণ্যার্থীরা বিশ্রাম করেন, খাওয়াদাওয়া করেন, কেনাকাটা করেন। এর উপরই অনেকের জীবনজীবিকা নির্ভর করে। এ বার বৈষ্ণোদেবীতে সরাসরি পৌঁছনোর জন্য রোপওয়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই প্রকল্প চালু হওয়ার আগেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, রোপওয়ে চালু হলে অনেকের রুজিরোজগার যাবে, অনেকেই কাজ হারাবেন। তাই রোপওয়ে যাতে চালু না হয়, তারই বিরোধিতায় নেমেছেন ব্যবসায়ীরা।

বৈষ্ণোদেবী মন্দির কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নেয় যে, তারাকোট মার্গ থেকে সাঁঝি ছট পর্যন্ত ১২ কিলোমিটার পথে রোপওয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতেই স্থানীয় ব্যবসায়ীরা সরব হন। ঘোড়া চালক এবং ডুলিবাহকরা কর্মবিরতি শুরু করেছেন। কাটরার শালিমার পার্কে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছেন। ব্যবসায়ী সমিতির নেতা প্রভাত সিংহ বলেন, ‘‘কাটরাতে রোপওয়ে প্রকল্প চালু হতে দেব না। গত তিন বছর ধরে আমরা এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছিল। কিন্তু এখন মন্দির কমিটি এই প্রকল্প চালু করছে। আমাদের দাবি না মানলে এই বন্‌ধ চালিয়ে যাওয়া হবে।’’

প্রতি দিন শয়ে শয়ে পুণ্যার্থী বৈষ্ণোদেবী দর্শনে যান। কিন্তু আচমকা ব্যবসায়ীরা বন্‌ধ ডাকায় পুণ্যার্থীরা সমস্যার মুখে পড়েছেন। ডুলি, পালকি, টাট্টু না পেয়ে পাহাড়ি রাস্তা হেঁটেই উঠতে হচ্ছে তাঁদের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।