Homeখবরদেশদিল্লি নির্বাচনের আগে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক

দিল্লি নির্বাচনের আগে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক

প্রকাশিত

দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে আম আদমি পার্টির (আপ) জন্য বড় ধাক্কা। দল ছাড়ার একদিনের মধ্যেই ৮ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

যাঁরা বিজেপিতে যোগ দিলেন, তাঁদের মধ্যে রয়েছেন বন্দনা গৌর (পালাম), রোহিত মেহরৌলিয়া (ত্রিলোকপুরী), গিরীশ সোনি (মাদিপুর), মদনলাল (কস্তুরবা নগর), রাজেশ ঋষি (উত্তম নগর), বিএস জুন (বিজওয়াসন), নরেশ যাদব (মেহরৌলি) এবং পবন শর্মা (আদর্শ নগর)।

এর আগে মেহরৌলির বিধায়ক নরেশ যাদবকে প্রার্থী করেছিল আপ। কিন্তু পঞ্জাবে ধর্মগ্রন্থ অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি টিকিট ফিরিয়ে দেন। পরে দল তাঁকে সরিয়ে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে। এরপরই নরেশ যাদব শুক্রবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন।

বিজেপিতে যোগ দেওয়ার আগে এই বিধায়করা দিল্লি বিধানসভার স্পিকারের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন। পরে বিজেপির জাতীয় সহ-সভাপতি বিজয়ন্ত পাণ্ডা ও দিল্লি ইউনিটের সভাপতি বিরেন্দ্র সচদেবার উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বিজয়ন্ত পাণ্ডা বলেন, “আজ এক ঐতিহাসিক দিন। তাঁরা আপদ (AAPda) থেকে মুক্তি পেয়েছেন। ৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর দিল্লিও আপের হাত থেকে মুক্তি পাবে।”

এর আগে পালামের বিধায়ক ভাবনা গৌর আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে জানান, তিনি কেজরিওয়াল এবং দলের উপর বিশ্বাস হারিয়েছেন। একই মত প্রকাশ করেন কস্তুরবা নগরের বিধায়ক মদনলাল।

আপ ইতিমধ্যেই দিল্লি নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আদর্শ নগরে মুকেশ গোয়েল, জনকপুরীতে প্রবীণ কুমার, বিজওয়াসনে সুরেন্দ্র ভারদ্বাজ, পালামে যোগিন্দর সোলাঙ্কি, কস্তুরবানগরে রমেশ পেহলওয়ান এবং ত্রিলোকপুরীতে অঞ্জনা পারচাকে প্রার্থী করেছে আপ।

অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লিতে টানা তৃতীয়বার সরকার গঠনের লক্ষ্যে লড়ছে, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী বিজেপি গত ২৭ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে রয়েছে। কংগ্রেসও লড়াইয়ে রয়েছে তৃতীয় শক্তি হিসেবে।

দিল্লিতে ভোটগ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি। আর ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।