Homeখবরদেশদিল্লি নির্বাচনের আগে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক

দিল্লি নির্বাচনের আগে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক

প্রকাশিত

দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে আম আদমি পার্টির (আপ) জন্য বড় ধাক্কা। দল ছাড়ার একদিনের মধ্যেই ৮ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

যাঁরা বিজেপিতে যোগ দিলেন, তাঁদের মধ্যে রয়েছেন বন্দনা গৌর (পালাম), রোহিত মেহরৌলিয়া (ত্রিলোকপুরী), গিরীশ সোনি (মাদিপুর), মদনলাল (কস্তুরবা নগর), রাজেশ ঋষি (উত্তম নগর), বিএস জুন (বিজওয়াসন), নরেশ যাদব (মেহরৌলি) এবং পবন শর্মা (আদর্শ নগর)।

এর আগে মেহরৌলির বিধায়ক নরেশ যাদবকে প্রার্থী করেছিল আপ। কিন্তু পঞ্জাবে ধর্মগ্রন্থ অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি টিকিট ফিরিয়ে দেন। পরে দল তাঁকে সরিয়ে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে। এরপরই নরেশ যাদব শুক্রবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন।

বিজেপিতে যোগ দেওয়ার আগে এই বিধায়করা দিল্লি বিধানসভার স্পিকারের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন। পরে বিজেপির জাতীয় সহ-সভাপতি বিজয়ন্ত পাণ্ডা ও দিল্লি ইউনিটের সভাপতি বিরেন্দ্র সচদেবার উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বিজয়ন্ত পাণ্ডা বলেন, “আজ এক ঐতিহাসিক দিন। তাঁরা আপদ (AAPda) থেকে মুক্তি পেয়েছেন। ৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর দিল্লিও আপের হাত থেকে মুক্তি পাবে।”

এর আগে পালামের বিধায়ক ভাবনা গৌর আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে জানান, তিনি কেজরিওয়াল এবং দলের উপর বিশ্বাস হারিয়েছেন। একই মত প্রকাশ করেন কস্তুরবা নগরের বিধায়ক মদনলাল।

আপ ইতিমধ্যেই দিল্লি নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আদর্শ নগরে মুকেশ গোয়েল, জনকপুরীতে প্রবীণ কুমার, বিজওয়াসনে সুরেন্দ্র ভারদ্বাজ, পালামে যোগিন্দর সোলাঙ্কি, কস্তুরবানগরে রমেশ পেহলওয়ান এবং ত্রিলোকপুরীতে অঞ্জনা পারচাকে প্রার্থী করেছে আপ।

অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লিতে টানা তৃতীয়বার সরকার গঠনের লক্ষ্যে লড়ছে, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী বিজেপি গত ২৭ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে রয়েছে। কংগ্রেসও লড়াইয়ে রয়েছে তৃতীয় শক্তি হিসেবে।

দিল্লিতে ভোটগ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি। আর ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।