Homeখবরদেশজনসাধারণের হাতে এখনও ৬,৬৯১ কোটি, ফেরত এসেছে ৯৮.১২ শতাংশ ২০০০ টাকার নোট,...

জনসাধারণের হাতে এখনও ৬,৬৯১ কোটি, ফেরত এসেছে ৯৮.১২ শতাংশ ২০০০ টাকার নোট, আপডেট দিল আরবিআই

প্রকাশিত

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, ২০২৩ সালের ১৯ মে-তে প্রচলিত ২০০০ টাকার নোটের মধ্যে ৯৮.১২ শতাংশ ব্যাংকিং ব্যবস্থায় ফেরত এসেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের হাতে এখনও ৬,৬৯১ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট রয়েছে।

২০২৩ সালের ১৯ মে-তে ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট প্রচলিত ছিল। ২০২৪ সালের শেষে সেই সংখ্যা নেমে এসেছে ৬,৬৯১ কোটিতে।

প্রত্যাহার প্রক্রিয়া এবং চলমান সুবিধা

২০২৩ সালের ১৯ মে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে আরবিআই। ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক শাখাগুলিতে এই নোট জমা বা বদল করার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও নির্ধারিত সময়সীমার পরেও, আরবিআই-এর ১৯টি ইস্যু অফিসে এই পরিষেবা এখনও চালু রয়েছে।

ডাকঘরের মাধ্যমে জমার সুযোগ

২০২৩ সালের ৯ অক্টোবর থেকে, ব্যক্তি এবং প্রতিষ্ঠান আরবিআই-এর ইস্যু অফিসে ২০০০ টাকার নোট জমা করতে পারছেন। এছাড়া ডাকঘরের মাধ্যমে এই নোট আরবিআই অফিসে পাঠানোর ব্যবস্থাও চালু রয়েছে।

আইনি স্বীকৃতি এবং বর্তমান পরিস্থিতি

২০০০ টাকার নোট এখনো বৈধ মুদ্রা হিসেবেই বিবেচিত হয়। জনসাধারণ এটি ব্যাংকে জমা বা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।

আরবিআই-এর ইস্যু অফিসের তালিকা

২০০০ টাকার নোট গ্রহণ করছে যে আরবিআই অফিসগুলি:

  • অমদাদাবাদ
  • বেঙ্গালুরু
  • বেলাপুর
  • ভোপাল
  • ভুবনেশ্বর
  • চণ্ডীগড়
  • চেন্নাই
  • গুয়াহাটি
  • হায়দরাবাদ
  • জয়পুর
  • জম্মু
  • কানপুর
  • কলকাতা
  • লখনউ
  • মুম্বই
  • নাগপুর
  • নয়াদিল্লি
  • পটনা
  • তিরুবনন্তপুরম

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ২০০০ টাকার নোট প্রত্যাহারের প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে এবং সামগ্রিক মুদ্রার লেনদেনে বড় কোনও প্রভাব পড়েনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।