Homeখবরদেশঅস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরুণাচল প্রদেশ পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই আলফা (স্বাধীন) সদস্যের নাম থাউচেন অসম ওরফে অনুপম দহোতীয়া।

প্রকাশিত

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার। অরুণাচল প্রদেশ পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই আলফা (স্বাধীন) সদস্যের নাম থাউচেন অসম ওরফে অনুপম দহোতীয়া।

সূত্র জানায়, অরুণাচল প্রদেশের নামসাই এলাকায় অভিযান চলায় পুলিশের ও অসম রাইফেলসের যৌথ দল। ওই অভিযানের সময় থাউচেনকে আটক করা হয়। জানা গিয়েছে, থাউচেনের বাড়ি অসমের তিনিচুকিয়া জেলার বারেকুরি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এমকিউ সিরিজের রাইফেল, ১৫১ রাউন্ড গোলাবারুদ, একটি আরপিজি (রকেট প্রপেল্‌ড গ্রেনেড, RPG) এবং একটি বোতল গ্রেনেড। সন্দেহ করা হচ্ছে, থাউচেন কাকপথার সেনাশিবিরে সংঘটিত হামলার সঙ্গে জড়িত ছিল।

উল্লেখ্য, কিছু দিন আগে অরুণাচলের নামসাই এলাকায় অসম রাইফেলস ও আলফা (স্বাধীন)-এর মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছিল বলে খবর। সেই সংঘর্ষে অসম রাইফেলসের গুলিতে নিহত হন তিনিচুকিয়ার আলফা (স্বাধীন) ক্যাডার আইওয়ান অসম। সংঘর্ষের পর নিরাপত্তাবাহিনী অনেক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছিল।

সূত্রের আরও খবর অনুযায়ী, গত ২১ অক্টোবর রাতে সাড়ে ছ’মাইলের কাছাকাছি এলাকায় অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে প্রায় সাত সদস্যবিশিষ্ট আলফা (স্বাধীন) দলের সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে, ওই দলটি সম্প্রতি কাকপথারের সেনাশিবিরে সংঘটিত হামলার সঙ্গে জড়িত ছিল। এর আগে, গত ১৭ অক্টোবর রাতে আলফা (স্বাধীন) কাকপথারের সেনাছাউনিতে এক হামলা চালায়—সংগঠনটি সেই অভিযানকে ‘অভিযান প্রতিশোধ’ নামে উল্লেখ করেছিল। উল্লেখ্য, কিছু দিন আগে আলফা (স্বাধীন)-এর এক শিবিরে এক প্রবল আক্ৰমণ ঘটে। সেই আক্রমণে আলফা (স্বাধীন)-এর একাধিক সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।