অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার। অরুণাচল প্রদেশ পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই আলফা (স্বাধীন) সদস্যের নাম থাউচেন অসম ওরফে অনুপম দহোতীয়া।
সূত্র জানায়, অরুণাচল প্রদেশের নামসাই এলাকায় অভিযান চলায় পুলিশের ও অসম রাইফেলসের যৌথ দল। ওই অভিযানের সময় থাউচেনকে আটক করা হয়। জানা গিয়েছে, থাউচেনের বাড়ি অসমের তিনিচুকিয়া জেলার বারেকুরি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এমকিউ সিরিজের রাইফেল, ১৫১ রাউন্ড গোলাবারুদ, একটি আরপিজি (রকেট প্রপেল্ড গ্রেনেড, RPG) এবং একটি বোতল গ্রেনেড। সন্দেহ করা হচ্ছে, থাউচেন কাকপথার সেনাশিবিরে সংঘটিত হামলার সঙ্গে জড়িত ছিল।
উল্লেখ্য, কিছু দিন আগে অরুণাচলের নামসাই এলাকায় অসম রাইফেলস ও আলফা (স্বাধীন)-এর মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছিল বলে খবর। সেই সংঘর্ষে অসম রাইফেলসের গুলিতে নিহত হন তিনিচুকিয়ার আলফা (স্বাধীন) ক্যাডার আইওয়ান অসম। সংঘর্ষের পর নিরাপত্তাবাহিনী অনেক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছিল।
সূত্রের আরও খবর অনুযায়ী, গত ২১ অক্টোবর রাতে সাড়ে ছ’মাইলের কাছাকাছি এলাকায় অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে প্রায় সাত সদস্যবিশিষ্ট আলফা (স্বাধীন) দলের সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে, ওই দলটি সম্প্রতি কাকপথারের সেনাশিবিরে সংঘটিত হামলার সঙ্গে জড়িত ছিল। এর আগে, গত ১৭ অক্টোবর রাতে আলফা (স্বাধীন) কাকপথারের সেনাছাউনিতে এক হামলা চালায়—সংগঠনটি সেই অভিযানকে ‘অভিযান প্রতিশোধ’ নামে উল্লেখ করেছিল। উল্লেখ্য, কিছু দিন আগে আলফা (স্বাধীন)-এর এক শিবিরে এক প্রবল আক্ৰমণ ঘটে। সেই আক্রমণে আলফা (স্বাধীন)-এর একাধিক সদস্য নিহত হয়েছিল।
আরও পড়ুন
চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান


 
                                    