নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল ঘোষণা করেন, এই নির্বাচনে তারা কোনও জোটে থাকবে না এবং একাই লড়াই করবে। কেজরীর এই ‘একলা চলো’ নীতির ফলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল আপ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সমস্ত আসনেই বিজেপি জিতেছিল, আর আপের ভরাডুবি হয়েছিল। বিধানসভা নির্বাচনে তাই কংগ্রেসের সঙ্গে জোট না করে একক লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন কেজরী।
এদিকে, রাজধানীর রাজনীতিতে উত্তেজনা চরমে। নেতাদের দলে যোগদান এবং দলবদলের ঘটনাও বাড়ছে। সম্প্রতি একাধিক নেতা আপ ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। আবার অনেকে কংগ্রেস ও বিজেপি ছেড়ে আপে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে কেজরীর ঘোষণার প্রভাব রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
কেজরীওয়ালকে লক্ষ্য করে সম্প্রতি হামলার ঘটনা নিয়েও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শনিবার দিল্লির পদযাত্রার সময় এক ব্যক্তি কেজরীকে লক্ষ্য করে তরল পদার্থ নিক্ষেপ করেন। আপের অভিযোগ, এটি অ্যাসিড হামলা। তবে পুলিশের দাবি, তরলটি জল ছিল। কেজরীওয়াল বলেন, “আমার কোনও ক্ষতি হয়নি, তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত। গত ৩৫ দিনে এটি আমার উপর তৃতীয় হামলা।”
ইডি-র গ্রেফতারি, দীর্ঘ কারাবাস, এবং পরে জামিন পাওয়ার মধ্যেও দলের শক্তি ধরে রেখেছেন কেজরীওয়াল। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর আপ নেত্রী অতিশী দায়িত্ব নেন। তবে কেজরী এখনও দলের প্রধান নেতা এবং বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে বেরিয়ে তিনি দিল্লিতে একক লড়াইয়ের কৌশল নিয়েছেন।
আরও খবর পড়ুন