Home খবর দেশ মূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

মূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

0

ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১৬ তারিখ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য দখলে মরিয়া ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় সফর সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ত্রিপুরায় জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ত্রিপুরায় নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে এক হাত নিলেন গেরুয়া শিবিরকে। এদিন তিনি বলেন,’ত্রিপুরায় তৃণমূল জয়ী হলে বাংলার মত সমস্ত পরিষেবা পাবেন ত্রিপুরাবাসী। বাংলায় তৃণমূল যা করেছে ত্রিপুরাতেও তাই করব। আমরা কেবলমাত্র প্রতিশ্রুতি দিনা। সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করি। বাংলাতেও আমরা সেটাই করে দেখিয়েছি। ত্রিপুরায় তৃণমূল জিতলে এক মাসের মধ্যেই গৃহকর্তীদের হাতে মাসে হাজার টাকা করে পৌঁছে যাবে’।

এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। তিনি বলেন,’বিজেপির ক্ষমতা থাকলে এই মাঠে ২৪-৪৮ ঘন্টার মধ্যে সভা করুক। রিপোর্ট কার্ড নিয়ে আসুক পাঁচ বছরে কি কাজ করেছে তারা। আমিও নিয়ে আসবো রিপোর্ট কার্ড। মমতা বাংলায় কি করেছে সেই রিপোর্ট কার্ড তুলে ধরব আপনাদের সামনে। যদি ১০-০ গোলে না হারাই তাহলে ত্রিপুরার মানুষের কাছে আর মুখ দেখাবো না’।

এরপরেই অভিষেককে বলতে শোনা যায়, ‘মূল্যবৃদ্ধি কমাতে হলে সরাতে হবে বিজেপি সরকার’। উল্লেখ্য মাত্র একদিনের সফরে ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক। কমলপুর এবং কদমতলায় দুটি জনসভা করেন তিনি। কর্মীদের মনোবল চাঙ্গা করতে গরমা গরম বক্তব্য রাখেন তিনি। প্রকাশ্য জনসভা থেকেই হুঁশিয়ারি দেন বিজেপিকে। অভিষেকের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version