Homeখবরদেশমূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

মূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

প্রকাশিত

ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১৬ তারিখ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য দখলে মরিয়া ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় সফর সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ত্রিপুরায় জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ত্রিপুরায় নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে এক হাত নিলেন গেরুয়া শিবিরকে। এদিন তিনি বলেন,’ত্রিপুরায় তৃণমূল জয়ী হলে বাংলার মত সমস্ত পরিষেবা পাবেন ত্রিপুরাবাসী। বাংলায় তৃণমূল যা করেছে ত্রিপুরাতেও তাই করব। আমরা কেবলমাত্র প্রতিশ্রুতি দিনা। সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করি। বাংলাতেও আমরা সেটাই করে দেখিয়েছি। ত্রিপুরায় তৃণমূল জিতলে এক মাসের মধ্যেই গৃহকর্তীদের হাতে মাসে হাজার টাকা করে পৌঁছে যাবে’।

এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। তিনি বলেন,’বিজেপির ক্ষমতা থাকলে এই মাঠে ২৪-৪৮ ঘন্টার মধ্যে সভা করুক। রিপোর্ট কার্ড নিয়ে আসুক পাঁচ বছরে কি কাজ করেছে তারা। আমিও নিয়ে আসবো রিপোর্ট কার্ড। মমতা বাংলায় কি করেছে সেই রিপোর্ট কার্ড তুলে ধরব আপনাদের সামনে। যদি ১০-০ গোলে না হারাই তাহলে ত্রিপুরার মানুষের কাছে আর মুখ দেখাবো না’।

এরপরেই অভিষেককে বলতে শোনা যায়, ‘মূল্যবৃদ্ধি কমাতে হলে সরাতে হবে বিজেপি সরকার’। উল্লেখ্য মাত্র একদিনের সফরে ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক। কমলপুর এবং কদমতলায় দুটি জনসভা করেন তিনি। কর্মীদের মনোবল চাঙ্গা করতে গরমা গরম বক্তব্য রাখেন তিনি। প্রকাশ্য জনসভা থেকেই হুঁশিয়ারি দেন বিজেপিকে। অভিষেকের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।