Homeখবরদেশশিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

প্রকাশিত

অফিসযাত্রায় আর গরমে গলদঘর্ম হয়ে লোকাল ধরার দিন শেষ হতে চলেছে। কারণ, কলকাতার শিয়ালদহ ডিভিশনের মেন ও বনগাঁ শাখায় এবার শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরিই চালু হবে এই পরিষেবা। শিয়ালদহ থেকে দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর এবং বনগাঁ শাখার হাবড়া, গোবরডাঙা, বারাসত, বনগাঁ রুটে চলবে এসি ট্রেন। প্রতিটি ট্রেনেই থাকছে আধুনিক সুযোগ-সুবিধা।

দৈনিক এবং মাসিক টিকিটের হারও প্রকাশ করেছে রেল। যেমন:

শিয়ালদহ মেন শাখায়:

  • শিয়ালদহ–দমদম: ₹২৯ (মাসিক ₹৫৯০)
  • শিয়ালদহ–ব্যারাকপুর: ₹৫৬ (মাসিক ₹১২১০)
  • শিয়ালদহ–নৈহাটি: ₹৮৫ (মাসিক ₹১৭২০)
  • শিয়ালদহ–রানাঘাট: ₹১১৩ (মাসিক ₹২৩১০)
  • শিয়ালদহ–কৃষ্ণনগর: ₹১৩২ (মাসিক ₹২৬৮০)

বনগাঁ শাখায়:

  • দমদম–বনগাঁ: ₹২৯–₹১১৩ (মাসিক ₹৫৯০–₹২৩২০)
  • বারাসত: ₹৫৬ (মাসিক ₹১২১০)
  • হাবড়া: ₹৮৫ (মাসিক ₹১৭২০)
  • গোবরডাঙা: ₹৯৯ (মাসিক ₹২০১০)

সব ভাড়ার সঙ্গেই যুক্ত হবে ৫% জিএসটি।

এই ট্রেনগুলির প্রতিটি কামরাই হবে সম্পূর্ণ এসি যুক্ত। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি কামরায় থাকছে চারটি স্বয়ংক্রিয় দরজা, জিপিএস নির্ভর ইনফরমেশন সিস্টেম, যাত্রীদের বসা ও দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা এবং মালপত্র রাখার জন্য অ্যালুমিনিয়ামের তাক।

শিয়ালদহের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কথায়, ‘‘২০২৫ সালে সিটি অফ জয়-এর জন্য এটি সবচেয়ে বড় উপহার।’’ ইতিমধ্যেই মুম্বই ও চেন্নাইয়ে এমন এসি লোকাল চালু হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছে কলকাতাও।

যদিও সাধারণ লোকালের তুলনায় এসি লোকালের ভাড়া বেশ কিছুটা বেশি, তবুও যাত্রীদের অনেকেই ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করছেন। অফিসফেরত কর্মী নবীন দেবনাথ বললেন, ‘‘তুলনা ঠিক নয়। গরমে এক দিন এসি লোকালে চড়া মানে একটু বেশি ভাড়া হলেও ঠান্ডা হাওয়ার ছোঁয়া পাওয়া। সেটাও তো কিছু কম নয়।’’

এই নতুন ব্যবস্থায় যাত্রীদের ট্রেন যাত্রা যেমন আরামদায়ক হবে, তেমনই প্রযুক্তির ছোঁয়ায় লোকাল ট্রেন পরিষেবা আরও আধুনিক হওয়ার দিকে এগোচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।