Home খবর দেশ আর নয় ইচ্ছেমতো ঠান্ডা! এসির তাপমাত্রা বেঁধে দেবে কেন্দ্র

আর নয় ইচ্ছেমতো ঠান্ডা! এসির তাপমাত্রা বেঁধে দেবে কেন্দ্র

বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় বাড়ি থেকে গাড়ি—সব ক্ষেত্রেই কার্যকর হবে নতুন নিয়ম।

তাপমাত্রায় সীমা বেঁধে দিচ্ছে কেন্দ্র

গরম বাড়তেই বাড়ছে এসি ব্যবহারের হার। দিনের শেষে ঘামে ভেজা শরীর নিয়ে ঠান্ডা ঘরে শান্তি খুঁজছেন বহু মানুষ। আর সেই স্বস্তি পেতে অনেকেই এসির রিমোট ঠেলে দিচ্ছেন একেবারে ১৭-১৮ ডিগ্রির দিকে। কিন্তু এবার আর সেই ইচ্ছেমতো ঠান্ডার আরাম পাওয়া যাবে না! কারণ, এসির তাপমাত্রা নির্ধারণে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, বাতানুকূল যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস সীমা বেঁধে দেওয়া হবে। শুধুমাত্র বাড়ি, অফিস, দোকান নয়—গাড়ির মধ্যেও চালানো এসির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।

এই সিদ্ধান্তের মূল কারণ, পরিবেশ রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) ২০২০ সালেই জানিয়ে দিয়েছিল, এসির জন্য আদর্শ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এসি চালালে সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচে। পরিসংখ্যান বলছে, প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালে ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ, ১৭ ডিগ্রির বদলে ২৪ ডিগ্রিতে এসি চালালে অন্তত ৩৬ শতাংশ বিদ্যুৎ বাঁচানো সম্ভব।

সরকারের হিসেব, এর ফলে বছরে অন্তত ১০০০ কোটি ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে দেশে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমে যাবে, যা পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক।

তবে এই নিয়ম কার্যকর হলে তা কীভাবে বাস্তবায়িত হবে বা নিয়ন্ত্রণ করা হবে—তা এখনও স্পষ্ট করেননি মন্ত্রী। তবুও সরকার মনে করছে, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতায় এই উদ্যোগ সাফল্য পাবে এবং দেশের পরিবেশ ও বিদ্যুৎ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version