আদানি ঘুষ-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে সংসদ ভবনের মকর দ্বারের সামনে বৃহস্পতিবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বিক্ষোভ দেখাল। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে এবং উদ্ধব সেনার সাংসদরা কালো জ্যাকেট পরে বিক্ষোভে অংশ নেন। এই জ্যাকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান একটু অন্য ভাবে লেখা ছিল— ‘মোদী-আদানি এক হ্যায়। আদানি সেফ হ্যায়’। তবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী জ্যাকেট পরেননি। তিনি সাদা টি-শার্টে একই স্লোগান লেখা স্টিকার ব্যবহার করেন।
এই বিক্ষোভে দেশের প্রায় সব প্রধান বিরোধী দল অংশ নিলেও অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, “আমাদের আরও গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। মূল্যবৃদ্ধির মতো বিষয় সংসদে তুলে ধরব।” প্রসঙ্গত, আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে ঘুষ কাণ্ডে অভিযোগপত্র জমা পড়েছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারতের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো-সহ সাত জনের বিরুদ্ধে মামলা চলছে।
তৃণমূলের অনুপস্থিতি নিয়ে বিরোধী মহলে প্রশ্ন উঠলেও দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা সবাই একজোট। তবে কৌশল প্রয়োগে পার্থক্য থাকতে পারে।” কংগ্রেস সূত্রে জানা গেছে, গৌরব গগৈ তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভে অংশ নিতে অনুরোধ করেছিলেন। তবে সুদীপ জানান, তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনাসহ ছ’টি গুরুত্বপূর্ণ বিষয়ে সরব থাকবে। আদানিকাণ্ড সেই তালিকায় নেই।