আরজি কর হাসপাতালের নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা এবার বিচার পাওয়ার আশায় ফেসবুকে একটি পেজ খুলেছেন। পেজটির নাম দেওয়া হয়েছে ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’। এই পেজ থেকেই তাঁরা একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন, যেখানে দেশের মানুষকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ভিডিয়ো বার্তায় তাঁরা বলেছেন, “চার মাস হয়ে গেল, আমাদের মেয়ের সঙ্গে ৯ আগস্ট রাতে ঠিক কী হয়েছিল, আজও আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করছিল, পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। কিন্তু এতদিনেও কোনও অগ্রগতি হয়নি। আমরা বিচার পাচ্ছি না।”
নির্যাতিতার বাবা-মা আরও জানান, তাঁদের মেয়ে নিজের দমে জীবনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৯ আগস্টের ঘটনার পর তাঁদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তাঁদের আহ্বান, “সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে থাকুন। আমাদের লড়াইয়ে আপনাদের সমর্থন প্রয়োজন।”
ফেসবুক পেজ খোলার কারণ প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “সিবিআইয়ের উপর ভরসা রাখা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। আন্দোলনের মাধ্যমেই আমরা সিবিআইকে চাপ দিয়ে বিচার পাওয়ার চেষ্টা করছি।”
রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। আরজি কর আন্দোলনের সময় সাসপেন্ড হওয়া অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে পুনর্বহাল করার সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত ন্যায়বিচারের পথে বাধা তৈরি করছে।
প্রতিবাদী চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে যৌথ ভাবে আগামী ৬ ডিসেম্বর স্বাস্থ্যভবন পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। নির্যাতিতার বাবা-মা সেই মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছেন। তাঁদের আশা, দেশ জুড়ে নতুন করে প্রতিবাদের সুর উঠলে তাঁরা বিচার পাবেন।