Homeখবরদেশবেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের মতোই আরেকটি আত্মহত্যা, সাত বছর পর ফের চর্চায়

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের মতোই আরেকটি আত্মহত্যা, সাত বছর পর ফের চর্চায়

প্রকাশিত

বেঙ্গালুরুতে এক প্রযুক্তি চাকুরিজীবীর আত্মহত্যার ঘটনায় দেশ জুড়ে আলোড়ন। এরই মধ্যে দিল্লিতেও একই ধরনের একটি ঘটনা ফের নতুন করে প্রকাশ্যে এসেছে। প্রাক্তন স্ত্রীর দায়ের করা ধর্ষণ ও পণ দাবির মামলাকে মিথ্যা বলে অভিহিত করে আত্মঘাতী হয়েছিলেন এক ব্যক্তি।

যমুনা বিহারের বাসিন্দা অরবিন্দ ভারতী ১৫ ডিসেম্বর ২০১৭ সালে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে সারিতা বিহার থানায় একটি চিঠি লিখে জমা দেন। যেখানে তিনি দাবি করেন যে, তাঁর স্ত্রী রিচা তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন এবং তাঁদের হয়রানি করেছেন। অরবিন্দ তাঁর মৃত্যুর জন্য রিচাকে দায়ী করেন এবং পুলিশ প্রশাসনের উপর তাঁর বিশ্বাসহীনতার কথাও জানান।

আত্মহত্যার আগে চিঠিতে কী লেখা ছিল?

ছয় পাতার সুইসাইড নোটে অরবিন্দ ভারতী লেখেন, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের থেকেই তাঁর ও তাঁর পরিবারের প্রতি রিচার আচরণ বদলে যায়। তিনি জানান, রিচা তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনেছিলেন, যার ফলে তাঁরা শুধুমাত্র কয়েকদিনের জন্য একসঙ্গে ছিলেন।

২০১৩ সালে দিল্লি আদালত ওই মামলায় অরবিন্দকে নির্দোষ ঘোষণা করে। কিন্তু ২০১৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের পরও হেনস্থা বন্ধ হয়নি। অরবিন্দের অফিস ও কোচিং সেন্টারে যাতায়াত করতেন রিচা। একাধিক বার সর্বসমক্ষে স্ত্রীর কাছে অপমানিত হতে হয় বলে অভিযোগ করেছিলেন অরবিন্দ।

অরবিন্দ অভিযোগ করেন, রিচা মিথ্যা অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন। এক বার পুলিশ তাঁকে হেনস্থা করে রিচার বাড়িতে পাঠায়, যেখানে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে জল বা খাবার না দিয়ে একটি ঘরে আটকে রাখেন।

অরবিন্দ সুইসাইড নোটে আরও লেখেন যে, রিচা তাঁর কাছে টাকা দাবি করে চাপ দিতেন। শুধু তাই নয়, একবার তাঁর অফিসের ল্যাপটপ, ওয়ালেট, বাইকের কাগজপত্র এবং ৩২ লক্ষ টাকার চেক-সহ একটি ব্যাগ নিয়ে চলে যান রিচা।

শেষ বার্তা

চিঠির শেষে অরবিন্দ লেখেন, “আমি শেষবারের মতো রিচার কথা মনে করছি এবং নিজেকে শেষ করে দিচ্ছি। না হলে প্রতিদিন এ ভাবেই মরতে হবে।”

এই ঘটনার পর রিচাকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। অরবিন্দের এই করুণ মৃত্যুর ঘটনা আবারও আলোচনায় উঠে এসেছে। বেঙ্গালুরু যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্রে করে মিথ্যা মামলার অপব্যবহার এবং তার ফলস্বরূপ তৈরি হওয়া মানসিক চাপের বিষয় নিয়ে জোর বিতর্ক চলছে। এরই মধ্যে সাত বছর আগের ঘটনাটি ফের চর্চায়।

আরও পড়ুন: বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা: ন্যায়বিচার, কঠোর ব্যবস্থার দাবি পরিবারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।