Homeখবরদেশজরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে...

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

প্রকাশিত

বৃহস্পতিবার অহমদাবাদের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০৪ জন। কিন্তু সেই দুর্ঘটনার মাঝেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন একজন যাত্রী — রমেশ বিষ্বাসকুমার বুছারভাড়া।

৩৮ বছরের রমেশ ব্রিটেনের নাগরিক। তিনি ছিলেন এয়ার ইন্ডিয়ার AI171 নম্বর বিমানে এবং বসেছিলেন ১১A নম্বর সিটে, যা জরুরি নির্গমন পথের একেবারে পিছনের আসন। তাঁর এই অবস্থানের কারণেই তিনি রক্ষা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে রক্তাক্ত ও আহত অবস্থায় রমেশকে একটি অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে দেখা যায়। পাশে থাকা লোকজন তাঁকে জিজ্ঞেস করেন, বাকিদের কী হয়েছে। উত্তরে গুজরাটিতে তিনি বলেন, “বিমানটা বিস্ফোরিত হয়েছে… সবাই পেছনের দিকে রয়ে গিয়েছে।”

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক সংবাদসংস্থা ANI-কে জানান, “১১A সিটের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কত জন মারা গিয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে।”

১১A: জরুরি নির্গমনের কাছেই আসন

Aerolopa নামক একটি অনলাইন বিমানের আসনের পরিকল্পনা সংক্রান্ত ওয়েবসাইট অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনারে ১১A সিটটি ইকনমি ক্লাসের প্রথম সারিতে, ডানদিকে জানালার পাশে অবস্থিত। এটি বিমানের ডানদিকের জরুরি নির্গমন পথের একদম পিছনে, যা অনেক সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

এই বিমানটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। রাডার তথ্য বলছে, বিমানটি মাত্র ৬২৫ ফুট উঁচুতে উঠতে পেরেছিল। এরপরই সেটি ভেঙে পড়ে B J মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ভবনে।

বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন— ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন চালু করেছে। ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর: 1800 5691 444। বিদেশি নাগরিকদের জন্য নম্বর: +91 8062779200।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।