Homeখবরদেশজরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে...

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

প্রকাশিত

বৃহস্পতিবার অহমদাবাদের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০৪ জন। কিন্তু সেই দুর্ঘটনার মাঝেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন একজন যাত্রী — রমেশ বিষ্বাসকুমার বুছারভাড়া।

৩৮ বছরের রমেশ ব্রিটেনের নাগরিক। তিনি ছিলেন এয়ার ইন্ডিয়ার AI171 নম্বর বিমানে এবং বসেছিলেন ১১A নম্বর সিটে, যা জরুরি নির্গমন পথের একেবারে পিছনের আসন। তাঁর এই অবস্থানের কারণেই তিনি রক্ষা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে রক্তাক্ত ও আহত অবস্থায় রমেশকে একটি অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে দেখা যায়। পাশে থাকা লোকজন তাঁকে জিজ্ঞেস করেন, বাকিদের কী হয়েছে। উত্তরে গুজরাটিতে তিনি বলেন, “বিমানটা বিস্ফোরিত হয়েছে… সবাই পেছনের দিকে রয়ে গিয়েছে।”

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক সংবাদসংস্থা ANI-কে জানান, “১১A সিটের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কত জন মারা গিয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে।”

১১A: জরুরি নির্গমনের কাছেই আসন

Aerolopa নামক একটি অনলাইন বিমানের আসনের পরিকল্পনা সংক্রান্ত ওয়েবসাইট অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনারে ১১A সিটটি ইকনমি ক্লাসের প্রথম সারিতে, ডানদিকে জানালার পাশে অবস্থিত। এটি বিমানের ডানদিকের জরুরি নির্গমন পথের একদম পিছনে, যা অনেক সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

এই বিমানটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। রাডার তথ্য বলছে, বিমানটি মাত্র ৬২৫ ফুট উঁচুতে উঠতে পেরেছিল। এরপরই সেটি ভেঙে পড়ে B J মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ভবনে।

বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন— ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন চালু করেছে। ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর: 1800 5691 444। বিদেশি নাগরিকদের জন্য নম্বর: +91 8062779200।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।