Home খবর দেশ অমরনাথ যাত্রার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৩৬ পুণ্যার্থী

অমরনাথ যাত্রার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৩৬ পুণ্যার্থী

amarnath yatra bus accident

অমরনাথ যাত্রার পথে বড় দুর্ঘটনা। শনিবার সকালে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথ গুহার উদ্দেশে রওনা দেওয়া পুণ্যার্থীদের একটি কনভয়ের মধ্যে সংঘর্ষ হয় একাধিক বাসের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন পুণ্যার্থী। রামবন জেলার চান্দেরকূট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য বাসগুলি যখন চান্দেরকূট এলাকায় দাঁড়াচ্ছিল, ঠিক সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। তার জেরে পর পর চারটি বাস একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু যাত্রী ধাক্কায় পড়ে গিয়ে চোট পান।

রামবনের এসএসপি কুলবীর সিংহ জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার পর দ্রুত বাসগুলির যাত্রীদের নামিয়ে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগই সামান্য আহত হলেও তিন-চার জনের চোট তুলনামূলক ভাবে গুরুতর। তাঁরা হয়তো অমরনাথ যাত্রা শেষ করতে পারবেন না।’’

চিকিৎসা ও প্রশাসনিক তৎপরতা

আহতদের মধ্যে কয়েক জনকে রামবন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা নজরে রাখছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। কনভয়ের বাকি বাসগুলি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং যাত্রার পথ আপাতত স্বাভাবিক রাখা হয়েছে।

অমরনাথ যাত্রা প্রতি বছর লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রশাসন পুণ্যার্থীদের যাত্রাপথে সর্বোচ্চ নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো রাখার চেষ্টা করে। তবে দুর্ঘটনার এই ঘটনা নতুন করে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version