তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পরিবর্তন! অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজগম (TVK)-এ যোগ দিলেন অভিনেত্রী রঞ্জনা নাচ্চিয়ার। একদিন আগেই, তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেন। প্রায় আট বছর ধরে বিজেপিতে ছিলেন তিনি। কিন্তু বর্তমানে বিজেপির নীতির প্রতি অসন্তোষ, বিশেষ করে ‘হিন্দি চাপিয়ে দেওয়া’র অভিযোগ উল্লেখ করে তিনি দলত্যাগ করেন।
বুধবার সকালে চেন্নাইয়ের কাছে একটি বেসরকারি রিসোর্টে বিজয় আয়োজিত টিভিকে-র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ের প্রশংসা করেন নাচ্চিয়ার। এমনকী তাঁকে “পরবর্তী এমজিআর” বলেও অভিহিত করেন।
প্রয়াত অভিনেতা-রাজনীতিক এমজি রামাচন্দ্রনের (MGR) প্রসঙ্গ টেনে নাচ্চিয়ার বলেন, বিজয়ের জাতীয়তাবাদ ও দ্রাবিড় নীতির সংমিশ্রণ তাঁর কাছে আকর্ষণীয় মনে হয়েছে। বিজয় তামিলনাড়ুর জন্য সবচেয়ে বড় আশার আলো।
নাচ্চিয়ারের বিজেপি ত্যাগ এবং টিভিকে-তে যোগদানকে বিজেপির তিন-ভাষা নীতি বাস্তবায়নের প্রথম বড় প্রভাব বলে মনে করা হচ্ছে। শাসক দ্রাবিড় মুন্নেত্র কাজগম (DMK) এই নীতিকে ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ বলে কটাক্ষ করেছে।
🙏@BJP4TamilNadu @annamalai_k @KesavaVinayakan @blsanthosh pic.twitter.com/rkFMplsjA2
— Ranjana Natchiyaar (@RanjanaNachiyar) February 25, 2025
নিজের পদত্যাগপত্রে নাচ্চিয়ার লেখেন, “একজন তামিল নারী হিসেবে, আমি তিন-ভাষা নীতি, দ্রাবিড়দের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষ এবং তামিলনাড়ুর চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতি অবহেলা মেনে নিতে পারছি না।”
তিন-ভাষা নীতির আওতায় সব স্কুলে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হয়েছে, যা প্রায়শই হিন্দি হয়ে থাকে। ডিএমকে ও এআইএডিএমকে সাধারণত তীব্র প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত হলেও এই নীতির বিরুদ্ধে তারা একসঙ্গে সরব হয়েছে।
নাচ্চিয়ার বলেন, “সব শিশু বহুভাষাবিদ হতে পারে না… তাদের অন্য ভাষা শিখতে বাধ্য করা উচিত নয়। এর কোনো জরুরি প্রয়োজন নেই।”
এ দিকে, বিজয় নিজেও তাঁর দলের মঞ্চ থেকে শিক্ষা নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেন।