Homeখবরদেশ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ বিতর্কের জের, বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দিলেন তামিল...

‘হিন্দি চাপিয়ে দেওয়া’ বিতর্কের জের, বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দিলেন তামিল অভিনেত্রী

প্রকাশিত

তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পরিবর্তন! অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজগম (TVK)-এ যোগ দিলেন অভিনেত্রী রঞ্জনা নাচ্চিয়ার। একদিন আগেই, তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেন। প্রায় আট বছর ধরে বিজেপিতে ছিলেন তিনি। কিন্তু বর্তমানে বিজেপির নীতির প্রতি অসন্তোষ, বিশেষ করে ‘হিন্দি চাপিয়ে দেওয়া’র অভিযোগ উল্লেখ করে তিনি দলত্যাগ করেন।

বুধবার সকালে চেন্নাইয়ের কাছে একটি বেসরকারি রিসোর্টে বিজয় আয়োজিত টিভিকে-র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ের প্রশংসা করেন নাচ্চিয়ার। এমনকী তাঁকে “পরবর্তী এমজিআর” বলেও অভিহিত করেন।

প্রয়াত অভিনেতা-রাজনীতিক এমজি রামাচন্দ্রনের (MGR) প্রসঙ্গ টেনে নাচ্চিয়ার বলেন, বিজয়ের জাতীয়তাবাদ ও দ্রাবিড় নীতির সংমিশ্রণ তাঁর কাছে আকর্ষণীয় মনে হয়েছে। বিজয় তামিলনাড়ুর জন্য সবচেয়ে বড় আশার আলো।

নাচ্চিয়ারের বিজেপি ত্যাগ এবং টিভিকে-তে যোগদানকে বিজেপির তিন-ভাষা নীতি বাস্তবায়নের প্রথম বড় প্রভাব বলে মনে করা হচ্ছে। শাসক দ্রাবিড় মুন্নেত্র কাজগম (DMK) এই নীতিকে ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ বলে কটাক্ষ করেছে।

নিজের পদত্যাগপত্রে নাচ্চিয়ার লেখেন, “একজন তামিল নারী হিসেবে, আমি তিন-ভাষা নীতি, দ্রাবিড়দের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষ এবং তামিলনাড়ুর চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতি অবহেলা মেনে নিতে পারছি না।”

তিন-ভাষা নীতির আওতায় সব স্কুলে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হয়েছে, যা প্রায়শই হিন্দি হয়ে থাকে। ডিএমকে ও এআইএডিএমকে সাধারণত তীব্র প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত হলেও এই নীতির বিরুদ্ধে তারা একসঙ্গে সরব হয়েছে।

নাচ্চিয়ার বলেন, “সব শিশু বহুভাষাবিদ হতে পারে না… তাদের অন্য ভাষা শিখতে বাধ্য করা উচিত নয়। এর কোনো জরুরি প্রয়োজন নেই।”

এ দিকে, বিজয় নিজেও তাঁর দলের মঞ্চ থেকে শিক্ষা নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।