Homeখবরদেশ'অস্ত্র এবং হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না', সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে সাফল্যে...

‘অস্ত্র এবং হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না’, সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে সাফল্যে নিরাপত্তাবাহিনীর প্রশংসায় অমিত শাহ

প্রকাশিত

মাওবাদের বিরুদ্ধে আরও এক বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ছত্তীসগঢ়ের সুকমায় যৌথ অভিযানে ১৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এটি মাওবাদের বিরুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’। পাশাপাশি, তিনি বার্তা দিয়েছেন— অস্ত্র এবং হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না, কেবলমাত্র শান্তি ও উন্নয়নই প্রকৃত সমাধান।

সুকমায় রাতভর অভিযানে নিহত ১৬ মাওবাদী

শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ছত্তীসগঢ়ের সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি কেরলাপাল এলাকার জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনিতল্লাশি শুরু করে।

নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা প্রথমে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। রাতভর তীব্র গুলির লড়াইয়ের পর ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

অমিত শাহের প্রতিক্রিয়া: শান্তি ও উন্নয়নই একমাত্র পথ

শনিবার সকালে এই অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অমিত শাহ বলেন, ‘‘নকশালবাদের উপর আরও এক বার আঘাত নেমে এল! আমাদের নিরাপত্তা বাহিনী দারুণ সাফল্য অর্জন করেছে। ২০২৬ সালের ৩১ মার্চের আগেই আমরা দেশ থেকে নকশালবাদ নির্মূল করব।’’

শুধু মাওবাদী দমন অভিযানই নয়, অস্ত্র হাতে থাকা বিদ্রোহীদের প্রতিও বার্তা দিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, ‘‘অস্ত্র এবং হিংসা কখনও পরিবর্তন আনতে পারে না। শুধুমাত্র শান্তি এবং উন্নয়নই পারে প্রকৃত পরিবর্তন ঘটাতে।’’

২০২৬ সালের মধ্যে ‘মাওবাদ মুক্ত’ ভারতের লক্ষ্যে কেন্দ্র

এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদীমুক্ত’ করা হবে। বিজেপি ছত্তীসগঢ়ের ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি সংসদে দেওয়া এক বিবৃতিতে অমিত শাহ জানান, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে দেশে ১৬,৪৬৩টি মাওবাদী হিংসার ঘটনা ঘটেছে, যেখানে ১,৮৫১ জন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। তবে গত এক দশকে হিংসার ঘটনা ৫৩ শতাংশ এবং নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা ৭৩ শতাংশ কমেছে বলে দাবি করেছেন তিনি।

মাওবাদ দমনে আরও কঠোর কেন্দ্র

সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দিনে মাওবাদী দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে, পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মাওবাদী প্রভাবিত এলাকাগুলিকে মূলস্রোতে ফেরানোর প্রচেষ্টা চলছে।

তবে স্থানীয়দের অভিযোগ, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে অনেক গ্রামবাসীও মারা গিয়েছেন। যদিও স্থানীয় প্রশাসনের তরফে সেই তথ্য অস্বীকার করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।