Homeখবরদেশকরেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

প্রকাশিত

ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তের করেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে চালানো বিশাল যৌথ অভিযান সপ্তম দিনে পৌঁছেছে। একটি সিনিয়র পুলিশ কর্তার তথ্য অনুযায়ী, কিছু মাওবাদী পালিয়ে বেড়াচ্ছে, কেউ কেউ লুকিয়ে আছে আবার কেউ লড়াইয়ের পরিকল্পনাও করছে।

“কিছু নকশাল লুকিয়ে আছে, কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু পালাচ্ছে, আর কিছু লড়াইয়ের ছক কষছে। আমাদের বাহিনী অভিযান ছেড়ে ফিরছে না। তাঁরা এলাকা দখল করে রেখেছে এবং অভিযান চলবে,” জানান অভিযানের পর্যবেক্ষণে থাকা এক কর্মকর্তা, পরিচয় গোপন রাখার শর্তে।

অভিযানের সময় নিরাপত্তাকর্মীরা একটি বড় প্রাকৃতিক গুহা আবিষ্কার করেছেন, যা সম্ভবত মাওবাদীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হত। পাশাপাশি, একটি বিশাল গর্তেরও সন্ধান মেলে, যা বাঁশ, প্লাস্টিকের শীট, মাটি ও ঘাস দিয়ে ঢাকা ছিল এবং যার মধ্যে বিপুল পরিমাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে সূত্রের খবর।

“এই সব জায়গা থেকে উদ্ধার হওয়া সামগ্রী নথিভুক্ত করা হচ্ছে ও বাজেয়াপ্ত করা হচ্ছে। পুরো তল্লাশি শেষ হওয়ার পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,” জানানো হয়েছে সরকারি সূত্রে।

রবিবার অভিযানের সময়, একটি আইইডি বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) এক জওয়ান সামান্য আহত হন। বিস্ফোরকটি মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ব্যাটালিয়ন ১-এর সদস্যরা পুঁতে রেখেছিল বলে ধারণা। PLGA ব্যাটালিয়ন ১-কে মাওবাদীদের অন্যতম ভয়ঙ্কর ইউনিট হিসাবে মনে করা হয়।

এই অভিযানে করেগুট্টা পাহাড় ট্যাকটিক্যালি দখল করছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, এখানেই মাওবাদী নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা PLGA ব্যাটালিয়নের সুরক্ষায় লুকিয়ে আছে।

সপ্তাহব্যাপী চলা অভিযানে এখনও পর্যন্ত তিন জন মাওবাদী নিহত হয়েছে এবং তিন জন জওয়ান আহত হয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বেশি হতে পারে।

“আজ CoBRA (Commando Battalion for Resolute Action)-র এক জওয়ান আইইডি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন,” জানিয়েছেন এক আধিকারিক। এর আগে, স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-এর আরও দুই জওয়ান আহত হন।

উল্লেখ্য, গত বছরের টানা অভিযানের পর থেকেই মাওবাদীদের করেগুট্টা পাহাড় অঞ্চলে কোণঠাসা করা হয়েছে। এরই ফলশ্রুতি হিসেবে, ২১ এপ্রিল থেকে প্রায় ৭,০০০ কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর যৌথ দল পাহাড় ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।

পড়ুন: ৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।